মুক্তচিন্তা ডেস্ক : ৩ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান আর টানটান উত্তেজনার অবসান ঘটেছে। জাতিসংঘ সদর দপ্তরের সামনে আচমকা সৃষ্ট জরুরি পরিস্থিতি এখন পুরোটাই স্বাভাবিক। স্থানীয় সময় বৃহস্পতিবার সদর দপ্তরের সামনে আত্মহননের হুমকি দিয়ে অবস্থানকারী অস্ত্রধারীকে অবশেষে পুলিশ তাদের হেফাজতে নিতে সমর্থ হয়েছে।
নিউইয়র্ক পুলিশ সেই অস্ত্রধারীকে নিবৃত্ত করতে তৎক্ষণাৎ জাতিসংঘ সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স, সিএনএন এবং এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট মতে, নিউইয়র্ক পুলিশের কৌশলী ভূমিকায় বিনা রক্তপাতে ওই ব্যক্তিকে আত্মসমর্পণে বাধ্য করা গেছে।
নিউইয়র্ক পুলিশের টুইট বার্তায় জানানো হয়েছে, ষাট বছরের কাছাকাছি বয়সের ওই ব্যক্তি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। ফলে সাধারণ মানুষের জন্য এখন আর কোনো হুমকি নেই।
উল্লেখ্য, আত্মসমর্পণের আগে অস্ত্রধারী ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। যেগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই এলাকা থেকে যানবাহন সরিয়ে নেয়ার সময় থেকে পুলিশ লোকটির সঙ্গে দফায় দফায় কথা বলার চেষ্টা করে।
জাতিসংঘের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে সশস্ত্র পুলিশ ওই ব্যক্তিকে ঘিরে রেখেছে। তিনি দীর্ঘ সময় ধরে অস্ত্র হাতে ফুটপাতে হাঁটছিলেন।
এর আগে জাতিসংঘ বলেছিল, এলাকাটি সুরক্ষিত থাকায় জাতিসংঘের কোনো কর্মী বা সহযোগী বিপদে নেই। এই ঘটনায় জাতিসংঘের রুটিন কর্মসূচী বা বৈঠকাদিতে কোন বিঘ্ন ঘটেনি।