মুক্তচিন্তা রিপোর্ট : সদ্য শেষ হওয়া জেবিবিএ’র নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করার অভিযোগে গিয়াস-তারেক পরিষদের একাধিক সদস্য, নির্বাচন কমিশনের সদস্য এবং পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় নির্বাচনের আগে ও পরে অনেকগুলো অনিয়মের অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়েছে।
গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত জেবিবিএ’র নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী মাহবুবুর রহমান বাদী হয়ে ২০ জানুয়ারি কুইন্স কোর্টে এই মামলা করেন। জেবিবিএসহ এই মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ বার ভ‚ইয়া, জাফর মিতা, আলাউদ্দীন ভ‚লু, আবু হেলেম হোসাইন, মোহাম্মদ বেলায়েত হোসাইন, শাহ নেওয়াজ, নির্বাচিত প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, সেক্রেটারি তারেক হাসান খান, আমেনা নেওয়াজ, আসেফ বারী, মুনমুন হাসিনা, বর্ণালী হাসানকে।