৩১৩
মুক্তচিন্তা রিপোর্ট : কমিউনিটি অ্যক্টিভিস্ট ও মূলধারার রাজনীতিবিদ মিজান চৌধুরী শুক্রবার বাদ জুম’আ
পারসনস বুলেভার্ডের ফুলতলী ইসলামিক সেন্টারের সামনে ফ্রি ফুড বিতরণ করেন।
এ সময় তিনি মুসল্লীদের সাথে মতবিনমিয় করেন এবং নানা বিষয়ে কথা বলেন। মিজান চৌধুরী
নিজ হাতে মুসুল্লীসহ এলাকার মানুষের হাতে নানা ধরনের সব্জি, নুডুলস, ক্যান স্যুপ, ক্যান ফুডসহ
নানা ধরনের খাবারের বক্স তুলে দেন। মিজান চৌধুরী জানান, কমিউনিটির মানুষের পাশে তিনি
সব সময় ছিলেন এবং থাকবেন।