ঢাকা অফিস : মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুক্ত ফ্রন্ট নামে নতুন জোট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি ।
উল্লেখ্য, গত জুন মাসে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এক অনুষ্ঠানে বলেছিলেন, বর্তমান ‘একনায়কত্ববাদী’ সরকারকে সরানো তাঁদের প্রথম রাজনৈতিক অগ্রাধিকার। আরেক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।’
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম। কিন্তু আন্দোলন করে কোনো সুফল না পেয়ে এখন নির্বাচনে যাবার সিদ্ধান্ত নিয়েছি। দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নানা সময়ে বর্তমান সরকারের সমালোচনা করেছেন । নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের এমন ‘ইউটার্ন’ রাজনৈতিক মহলে রসালেঅ আলোচনার সৃষ্টি করেছে
বুধবার জাতীয় প্রেসক্লাবে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ ঘোষণাও দেন তিনি।
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবেন না—নানা সময়ে এমন বক্তব্যে পরে নির্বাচনে কেন যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘বর্তমান সরকারের বিপক্ষে আন্দোলন করে পেরে না ওঠায় নির্বাচনে অংশ নিচ্ছি। দাবি ছিল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনের ব্যতীত নির্বাচনে অংশ নেব না। দাবি আদায়ে সফল না হওয়ায় দুটি বিকল্প ছিল। এক চুপ থাকা, দুই নির্বাচনে অংশ নিয়ে অবদান রাখার সুযোগ রাখা। আমরা অবদান রাখার সুযোগ নিতে চাই।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকেই অনেকটা আড়ালে ছিলেন যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের মুখপাত্র সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি নির্বাচনে যেতে পারেন এমন আলোচনা ছিল রাজনৈতিক মহলে।
সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমি ও আমার দলের টিকে থাকার সীমা আছে। এই মুহূর্তে আমার রাজনৈতিক অক্ষমতা যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে পেরে উঠছি না। ২৮ অক্টোবরের পরে সুনির্দিষ্ট একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। যেখানে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। চুপ থাকব নাকি বিকল্প ব্যবস্থা নেব। আমি বিকল্প অবস্থান নিয়েছি।’