যুক্তরাষ্ট্রে চলতি বছর কিছুটা উষ্ণ আবহাওয়া বিরাজ করায় বিদ্যুৎ ব্যবহারে ২০২২ সালের তুলনায় মাত্রা ১ শতাংশ পর্যন্ত কমতে পারে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) পক্ষ থেকে এ পূর্বাভাস করা হয়েছে। এর আগে ২০২২ সালে রেকর্ড পরিমাণ বিদ্যুতের ব্যবহার হয়েছিল যুক্তরাষ্ট্রে।
ইআইএ পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালের বিদ্যুতের চাহিদা ৪ হাজার বিলিয়ন কিলোওয়াট কমতে পারে। তবে ২০২২ সালে বিদ্যুতের চাহিদা ৪ হাজার ৪৮ বিলিয়ন কিলোওয়াট বেড়েছিল। ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ৪ হাজার ৬২ বিলিয়ন কিলোওয়াট পর্যন্ত বিদ্যুতের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে সরকারি গ্রিড থেকে বিদ্যুতের চাহিদা কমার পেছনে আবহাওয়া ছাড়া আরও একটি কারণ উল্লেখ করেছে ইআইএ। তাদের হিসাব অনুযায়ী, নবায়নযোগ্য উৎস থেকে কম খরচে বিদ্যুৎ পাওয়া ভোক্তাদের অনেকে সেদিকে ঝুঁকছে। ফলে জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের ওপর চাপ কমছে। তা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের দাম কমার পূর্বাভাসে চলতি বছর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম কমার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানায়, ২০২২ সালের পাইকারি বিদ্যুতের প্রতি মেগাওয়াটের দাম ছিল ৮০ ডলার। তবে চলতি বছর বিদ্যুতের প্রতি মেগাওয়াট পাইকারি মূল্য ৩৫ ডলারে নামতে পারে বলে আশা করা হচ্ছে।
ইআইএ আরও জানায়, নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক গ্যাসের দাম কমে যাওয়ার কারণে গত এক বছরের ব্যবধানে দেশটিতে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন কমেছে ১৭ শতাংশ।
সূত্র : রয়টার্স