ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দেশটির পাঁচ সেনা নিহত ও আরো একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজৌরি সেক্টরের পুঞ্চে এ হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বিকাল প্রায় ৩টার দিকে পুঞ্চের ভিমবার গলি এলাকায় ‘সন্ত্রাসীরা’ সেনাদের বহনকারী গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে সম্ভবত গ্রেনেড হামলার কারণে এতে আগুন ধরে যায়।
ভারতের নর্দান কমান্ড সেনা সদরদপ্তর থেকে দেওয়া এক দাপ্তরিক বিবৃতি অনুযায়ী, ভারি বৃষ্টি ও নিম্ন দৃশ্যমানতার সুযোগ নিয়ে অজ্ঞাত ‘সন্ত্রাসীরা’ সেনাবাহিনীর যানটিতে গুলি চালায়। গাড়িটিতে আগুন ধরে যায় সম্ভবত গ্রেনেড ব্যবহারের কারণে। এ ঘটনায় ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য মোতায়েন করা রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পাঁচ সদস্যের মৃত্যু হয়।
হামলায় গুরুতর আহত আরেক সেনাকে সরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন আছেন। হামলাকারীদের শনাক্ত করতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের রাজনৈতিক দলগুলোও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
দীর্ঘ ১২ বছর পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাওয়ার ঘোষণার দিনই ভারতীয় সেনাদের ওপর এ হামলার ঘটনা ঘটলো। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ওই সফরে যাবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী চার ও পাঁচ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সেই বৈঠক।
২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলা এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে পড়ে। ওই বছরের আগস্টে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়।