৬৫
৫ বছর বন্ধ থাকার পর ইস্তানবুলের ঐতিহাসিক ব্লু মসজিদ খুলে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।শুক্রবার তিনি এ মসজিদ নতুন করে খুলে দেন।
২০১৮ সালের পর থেকে মসজিদটি বন্ধ ছিল।মসজিদটি খুলে দেওয়ার সময় এরদোগান বলেন, এটি ইস্তানবুলের সেৌন্দর্যের প্রতীক।
এদিন মসজিদে হাজার হাজার মুসুল্লি জুমার নামাজ আদায় করেন।
ইউরোপীয়রা এই মসজিদকে ব্লু মসজিদ বলে ডাকে।অসাধারণ স্থাপত্যশৈলীর মসজিদটি ব্লু, গ্রিন ও সাদা মার্বেলে তৈরি।