Home 3rd Featured নিজেরাই অস্ত্র উৎপাদন করছে হামাস!

নিজেরাই অস্ত্র উৎপাদন করছে হামাস!

Mukto Chinta
০ comment ৯৫ views

মুক্তচিন্তা ডেস্ক : যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের বরাত দিয়ে সিএনএন জানায়, হামাস স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদন করে ও বাইরে থেকে নিয়ে আসে। তারা ইরানের কাছ থেকেও কিছু সামরিক সহায়তা পায়। তবে সর্বশেষ হামলার সঙ্গে ইরানের সরাসরি সংযোগ থাকার কোনো প্রমাণ পায়নি ইসরায়েল ও মার্কিন সরকার। ইরানও এ ধরনের দাবি অস্বীকার করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, হামাসের বড় আকারের সুড়ঙ্গ অবকাঠামো রয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই হামাসের মূল সামরিক সহায়তাদানকারী। দেশটি থেকে আন্তঃসীমান্ত গোপন সুড়ঙ্গ ও ভূমধ্যসাগরের অবরোধ এড়িয়ে যেতে সক্ষম নৌযানের মাধ্যমে হামাস অস্ত্র নিয়ে আসে। এর মধ্যে দূরপাল্লার অস্ত্রও থাকে।
ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক চার্লস লিসটার বলেন, ইরান হামাসকে সমুদ্রপথে আরও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়। এ ছাড়া গাজায় অস্ত্র উৎপাদনের জন্য উপকরণও পাঠায় তারা। দেশটির ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনী প্রায় দুই বছর ধরে হামাসের প্রকৌশলীদের অস্ত্রবিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে। ফলে হামাসের প্রকৌশলীরা তাদের অস্ত্র উৎপাদনকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পেরেছেন।
ইসরায়েলে হামলার এক দিন পর লেবাননে হামাসের একজন শীর্ষ নেতা আরটিঅ্যারাবিক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদনের তথ্য নিশ্চিত করেন। বিদেশে হামাসের জাতীয় সম্পর্ক বিভাগের প্রধান আলি বারাকা বলেন, আমরা প্রচুর গোলাবারুদ তৈরি করেছি। স্থানীয়ভাবে আমাদের সবকিছুর কারখানাই আছে। এসব কারখানায় ১০ থেকে ২৫০ কিলোমিটার পাল্লার রকেট ছাড়াও মর্টার ও মর্টারশেল তৈরি করা হয়। এছাড়া কারখানাগুলোয় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রও তৈরি হচ্ছে।
আলি বারাকা বলেন, আমাদের কালাশনিকভ রাইফেল ও এর বুলেট তৈরির কারখানা আছে। রাশিয়ার অনুমোদন নিয়েই আমরা এসব বুলেট তৈরি করছি।
গাজায় এমন কোনো ভারী শিল্পকারখানা নেই, যা অস্ত্র উৎপাদনে সহায়তা করবে। এ অঞ্চলের মূল শিল্প হলো পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ ও আসবাব। তবে এ অঞ্চলের প্রধান রপ্তানি পণ্য স্ক্র্যাপ লোহা। এটি থেকেই সুড়ঙ্গ অবকাঠামোর নিচে অস্ত্র উৎপাদন করা সম্ভব। এ ছাড়া ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে পাওয়া লোহা, ইস্পাত, ধাতব পাইপ, বৈদ্যুতিক তার ও অন্যান্য উপকরণ হামাসের অস্ত্র নির্মাণের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এভাবে রিসাইকেল করে অস্ত্রের মজুত গড়ে তুলছে হামাস।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com