১১০
গত ২৭ অক্টোবর শুক্রবার বাদজুমা নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে হোমকেয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আশা হোমকেয়ার এর প্রেসিডেন্ট এবং সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমানের মালিকানায় লং আইল্যান্ডের রোজডেলে প্রতিষ্ঠিত এমোকো গ্যাস ও কনভেনিয়েন্স স্টোর এর শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ। জনাব আকাশ রহমান ২৪৩০২ সাউথ কন্ডুইট এভিনিউ, রোজডেল, এনওয়াই ১১৪২২ ঠিকানায় অবস্থিত এমোকো গ্যাস ও কনভেনিয়েন্স স্টোরে বাংলাদেশীদের স্বাদর আমন্ত্রণ জানিয়েছেন।