Home Featured  জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুন , সেক্রেটারি সোলায়মান

 জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুন , সেক্রেটারি সোলায়মান

প্রকৃত ব্যবসায়ীদের সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নব-নির্বাচিত নেতারা

Mukto Chinta
০ comment ৩২৫ views

মুক্তচিন্তা রিপোর্ট :  জেবিবিএ’র পুরনো ঐতিহ্য ধরে রেখেই  আরও আধুনিক এবং গতিশীল করে প্রকৃত ব্যবসায়ীদের সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নব-নির্বাচিত নেতারা। তারা বলেছেন, সংগঠনের স্বার্থে খুব শিগগিরই সংবিধান সংশোধন করে প্রয়োজনীয় সব ধারা-উপধারা সংযোজন-বিয়োজন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর নবান্ন পার্টি হলে নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভায় সংগঠনের নেতারা এসব কথা বলেন।

দুই পর্বের এই পরিচিতি সভার এক পর্বে ছিলো সংবাদ সম্মেলন। নতুন কমিটির যুগ্ম সম্পাদক  মো: আবুল কাশেম অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরিচিতি সভায় নবগঠিত ‘হারুন ভুইয়া ও ফাহাদ সোলায়মান’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর নতুন কমিটির সকল সদস্যসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

কমিটির উপদেষ্টা মোহাম্মদ পিয়ার প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। । এসময় আরও উপস্থিত ছিলেন, জেবিবিএ’র নতুন কমিটির প্রধান উপদেষ্টা এম আজীজ, উপদেষ্টা মহসীন ননি, প্রধান নির্বাচন কমিশনার কাজী মন্টু, নবনির্বাচিত সভাপতি হারুন ভূইয়া, বিদায়ী কমিটির সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল এবং বিদায়ী ও নতুন কমিটির কোষাধ্যক্ষ সেলিম হারুন। সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেনের কোরআণ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পর ৩৫ সদস্য বিশিষ্ট ২০২২-২০২৪ সালের নতুন কমিটির কর্মকর্তা এবং ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৫ জন পরিচালকদের পরিচয় করিয়ে দেন সভার সভাপতি  মোহাম্মদ পিয়ার।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি হারুন ভূইয়া। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রধান উপদেষ্টা এম আজিজ, উপদেষ্টা মইনুল ইসলাম, আব্দুর রউফ দিলীপ, জাকির এইচ চৌধুরী, পরিচালক মোহাম্মদ পিয়ার, কাজী মন্টু, আবুল ফজল দিদারুল ইসলাম, মহসীন ননি, হোসেন রানা, রাশেদ আহমেদ ও মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, সহ সভাপতি মোহাম্মদ আজাদ।

এই পর্বে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, উপদেষ্টা জাকির এইচ চৌধুরী, পরিচালক হোসেন রানা প্রমুখ সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্যে মোহাম্মদ পিয়ার জেবিবিএ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা সংক্ষেপে তুলে ধরেন এবং যোগ্যতাসম্পন্ন ও প্রতিশ্রæতিশীল ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, কোভিড-১৯ নামক মহামারীর নাজুক সময়ে জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায়ীরাও চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছেন। প্যান্ডামিকের ভয়াবহতায় জেবিবিএ’র সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছে। জেবিবিএ একটি অরাজনৈতিক, অলাভজনক, কল্যাণমুখী সংগঠন এবং যোগ্যতা সম্পন্ন, প্রতিশ্রæতিশীল ও পরীক্ষিত ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। জেবিবিএ-কে আরো শক্তিশালী করার জন্য তিনি প্রকৃত ব্যবসায়ীদের প্রতি আহŸান জানান।

অনুষ্ঠানে জেবিবিএ নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের নামে অহেতুক ‘অর্থ অপচয়’ আর অর্থের বিনিময়ে তথাকথিত ব্যবসায়ীদের ভোটার বানিয়ে ভোট করা মানেই নির্বাচন নয়।  ‘সিলেকশনের মাধ্যমে কমিটি’ গঠন সহ প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে সংগঠনকে শক্তিশালী সংগঠন গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করার উপর গুরুত্বারোপ এবং গঠনতন্ত্র সংশোধন করে সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করার কথাও বলেছেন জেবিবিএ নেতৃবৃন্দ। ফলে জেবিবিএ’র এই অংশের গঠনতন্ত্রে আমুল পরিবর্তন আসছে বলেও জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জেবিবিএ নেতৃবৃন্দ বলেন, জেবিবিএ’র গঠনতন্ত্র পরিবর্তন করা হচ্ছে, প্রকৃত ব্যবসায়ীরাই জেবিবিএ’র সদস্য থাকবেন এবং ব্যক্তিস্বার্থে যাতে কেউ জেবিবিএ-কে ব্যবহার করতে না পারেন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। তারা বলেন, নারী ব্যবসায়ীদের কথা বিবেচনা করে এই প্রথম ‘মহিলা বিষয়ক সম্পাদিকা’র পদ সৃষ্টি করা হয়েছে। কার্যকরী কমিটির পরিধি বৃদ্ধি করা হয়েছে। তবে সবকিছুই করা হয়েছে প্রস্তাবিত ও সংশোধিত গঠনতন্ত্রের আলোকে।

কাজী মন্টু বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ১৯৯৭ সালে জেবিবিএ প্রতিষ্ঠার পর ভালোভাবেই এর কর্মকান্ড চলছিলো। পরবর্তীতে ২০০০ সালের দিকে একটি মহলের স্বার্থের শিকার হয়ে পড়ে জেবিবিএ। তাদের ষড়যন্ত্র থেক জেবিবিএ-কে মুক্ত করতেই গঠনতন্ত্র সংশোধন সহ নানা উদ্যোগ নেয়া হয়েছে, গঠন করা হয়েছে নতুন কার্যকরী কমিটি। এসময় তিনি গভীর শ্রদ্ধার সাথে জেবিবিএ’র সাবেক সভাপতি মান্নান রহমান-কে স্মরণ এবং জেবিবিএ প্রতিষ্ঠা ও প্রসারে তার অবদানের কথাও তুলে ধরেন।

 

অনুষ্ঠানের অন্যান্য বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে অতীতের ভুল-ত্রæটি ভুলে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে জেবিবিএকে আরো শক্তিশালী করার আহŸান জানিয়ে বলেন, কতিপয় তথা কথিত সিজনাল ব্যবসায়ীদের ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের এই সংগঠন। এই চক্র থেকে জেবিবিএ-কে রক্ষা করতে হবে। বক্তারা বলেন, কেউ কেউ অর্থের জোরে পদ-পদবি কিনে নিতে চান। নিজের গাটের অর্থে সদস্য বানান। এটা অনৈতিক। অনুষ্ঠানে এক বক্তা জেবিবিএ’র পাল্টা কমিটির কাছে প্রশ্ন রেখে বলেন, তাদের কমিটির সদস্যদের মধ্যে একই ঠিকানায় ১৭ জনের নাম রয়েছে, এটা কি করে সম্ভব। তাছাড়া জেবিবিএ’র কার্যকরী পরিষদের কর্মকর্তা না হয়ে সভাপতি বা সম্পাদক হওয়ার কোন সুযোগ বা নিয়ম নেই।

অনুষ্ঠানে হারুন ভূইয়া ও ফাহাদ সোলায়মান তাদের বক্তব্যে জেবিবি’র নতুন দায়িত্ব পালনে মিডিয়া ও ব্যবসায়ীসহ সকল মহলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

উল্লেখ্য, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) বিভক্ত হয়ে পড়েছে। মূলত: নির্বাচন ঘিরে সংগঠনের এই বিভক্তি। জেবিবিএ’র বিভক্তি নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। উদ্ভুত পরিস্থিতে একটি অংশ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করেছে। অপর অংশ আহŸায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়ায় সিলেকশন কমিটির মাধ্যমে অপর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে।

নবগঠিত কমিটিতে  প্রেসিডেন্ট  হারুণ ভূঁইয়া (খামার বাড়ী) এবং  সেক্রেটারী  ফাহাদ সোলায়মান (ফাউমা ইনোভেশন) ছাড়াও আছেন, সিনিয়র সহ-সভাপতি মনসুর  চৌধুরী (হাটবাজার), সহ-সভাপতি বাবু খান (প্রিমিয়াম সুপার মার্কেট), আবু  নোমান শাকিল (ইত্যাদি বাজার),  জেড আর  চৌধুরী লিটু (মামাস  রেস্টুরেন্ট), নুরুল আমিন বাবু (ট্রাইবরো রিয়েলিটি), যুগ্ম সম্পাদক  মো: আবুল কাশেম (মাদানী ডিস্ট্রিবিউটর), মাহমুদ  হোসেন বাদশা (এনওআই  ডেলি অ্যান্ড গ্রোসারী),  কোষাধ্যক্ষ  সেলিম হারুন (কর্ণফুলী ট্রাভেলস), সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ আলম নমি (এক্সক্লুসিভ অব পিরান), সাংস্কৃতিক সম্পাদক এম আর খন্দকার সান্টো (ডিটিএনওআই), সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার  হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা তপন, প্রকাশনা সম্পাদক শাহ চিস্তি,  প্রচার সম্পাদক সুবল  দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার শিরীন, সদস্য কামরুজ্জামান বাচ্চু, সাজ্জাদ  হোসেন, মাসুম  বেপারী, সনাতন শীল,  মোরশেদ এস এম মাসুদ,  মোহাম্মদ ইদ্রিস, আবদুল হামিদ, সাখাওয়াত বিশ্বাস, ইসতাক রুমি, আফতাবুর জামান শিমুল,  তৌহিদুল ইসলাস রনি ও  মোহাম্মদ হুমায়ূন কবির ।

সংগঠনের  প্রধান উপদেষ্ঠা হিসেবে রয়েছেন, এম এ আজিজকে (ফয়সাল  ডেভলপমেন্ট)। এ ছাড়াও উপদেষ্টা কমিটিতে আরও আছেন, ফরহাদ  রেজা (বাংলাদেশ প্লাজা), নাজমুন নাহার রহমান (মান্নান হালাল সুপার মার্কেট), বদরুল হক (ফুড ডাইনেস্টি), সামিউল হক (সাগর চাইনিজ), এমকে রহমান মাহমুদ (রহমানীয়া ট্রাভেলস),  সোহাগ আজম (ইটজি চাইনিজ), জাকির এইচ  চৌধুরী (ইয়র্ক  হোল্ডিং রিয়েলিটি), রুহুল আমিন সরকার, মঈন  চৌধুরী (এটর্নী অ্যাট’ল) ও আজিজুল  চৌধুরী মাসুম (মুন লাইট গ্রিল চিকেন)।

নতুন কমিটির পরিচালক পর্ষদে রয়েছেন, মোহাম্মদ পিয়ার (পিয়ার ট্যাক্স). কাজী মন্টু (কে, প্যারালিগ্যাল), মহসিন মিয়া (প্লাটিনাম ড্রাইভিং স্কুল), আবুল ফজল দিদারুল ইসলাম (ডিসেন্ট মার্ট ইনক), কামরুজ্জামান কামরুল ( দেশি ফুড), মহসিন ননী (হাট বাজার  রেস্টুরেন্ট), কাজী শামসুদ্দোহা (এনওআই এমএস), আনোয়ার জাহিদ (সানফ্লাওয়ার মাল্টি সার্ভিস),  হোসেন সোহেল রানা (অবকাশ), রাশেদ আহমেদ (চ্যানেল আই), মোশারফ হোসেন এবং এম উদ্দীন আলমগীর (উদ্দিন আক্তার কর্পোরেশন)।

 

 

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com