মুক্তচিন্তা ডেস্ক : ‘হারুন-ফাহাদ’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি হারুন ভূঁইয়া এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান।
সভায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে- নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, পবিত্র ঈদ উপলক্ষে জ্যাকসন হাইটসে আলোকসজ্জা, জেবিবিএ’র অফিস চালু, জ্যাকসন হাইটসে স্থায়ী শহীদ মিনার নির্মাণ, নিউইয়র্কস্থ বাংলাদেশী কনসাল জেনারেলের সাথে জেবিবিএ’র কর্মকর্তাদের সভা, মহান একুশে ফেব্রুয়ারী উদযাপন প্রভৃতি।
এছাড়াও জেবিবিএ-কে শক্তিশালী সংগঠন করার লক্ষ্যে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় আলোচনা করেন। পরিশেষে জেবিবিএ’র নেতৃবৃন্দ সহ প্রবাসে করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।