Home নিউইয়র্ক সবচেয়ে কমদামে এয়ার টিকিট দিচ্ছে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল

সবচেয়ে কমদামে এয়ার টিকিট দিচ্ছে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল

আর্থিক লাভের চেয়ে সেবাটাকে বড় করে দেখার চেষ্টা

Mukto Chinta
০ comment ৪৬১ views

বিজনেস ডেস্ক : নিউইয়র্কে সবচেয়ে কমদামে দ্রুততম সময়ে একশভাগ নিশ্চয়তাসহ টিকিট বিক্রি করছে গ্লোবাল ট্যুরস এ্যান্ড ট্রাভেল। একইসাথে তাদের বিশাল ডিসকাউন্টসহ সামার সেল চলছে। এমিরেটস এয়ারলাইন্স’র একমাত্র অনুমোদিত হোলসেল টিকিট বিক্রেতা গ্লোবাল ট্যুরস এ্যান্ড ট্রাভেলের কর্ণধার ও সিইও এমডি সামসুদ্দিন বাসির , সামারে এবং ঈদের ছুটিতে যারা দেশে বা অন্য কোথাও ঘুরতে যাচ্ছেন তাদেরকে গ্লোবাল ট্যুরস এ্যান্ড ট্রাভেল থেকে টিকিট কেনার আমন্ত্রণ জানিয়েছেন। ক্রেতারা তাৎক্ষনিকভাবে টিকিট হাতে পাবেন। এটাকে তারা বলছেন ‘নো ওয়েট টিকিট এ্যান্ড কনফার্মেশন’ সেল ।

আইএটিএ ও বাংলাদেশ সরকার অনুমোদিত গ্লোবাল ট্যুরস এ্যান্ড ট্রাভেল এ্যামিরেটস অনুমোদিত একমাত্র হোলসেল প্রেফারড এজেন্ট। ফলে তারা অন্য যে কারো চেয়ে কমদামে স্বল্প সময়ের মধ্যে টিকিট কনফার্ম করে দিতে পারেন। যেটা অনেকের ক্ষেত্রেই সম্ভব না। অন্যরা থার্ডপার্টির টিকেট নিয়ে তারপরে কাস্টমারকে দেয় বলে টিকিট কনফার্ম করতে অনেক সময় লাগে। যে কারণে বহু যাত্রী এয়ারপোর্ট থেকে ফিরে আসেন অথবা নানা ভোগান্তিতে পড়েন।
সামসুদ্দিন বাসির জানান, যারা ঢাকা থেকে নিউইয়র্ক আসতে চান তাদের জন্য রয়েছে সবচেয়ে কম মূল্যে টিকিট পাবার নিশ্চয়তা। আবার নিউইয়র্ক থেকে যারা ঢাকা বা বাংলাদেশে যাচ্ছেন তাদের জন্য ‘আফটার সার্ভিস’ রয়েছে। তারা চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, সৈয়দপুর বা অন্য যেসব স্থানে এয়ারোপার্ট রয়েছে সেখানে যেতে পারেন তাদের মাধ্যমে। এটা খুবই সহজ। কারণ ঢাকায় তাদের নিজস্ব অফিস রয়েছে। ৭৮ই পুরানা পল্টন বিজয়নগরের এই অফিসে যাতায়াত খুবই সহজ। কেউ অফিসে না গিয়েও ০১৮১০১৪০৬৫০ নম্বরে ফোন করেও তার টিকিট নিশ্চিত করতে পারেন। যে সুবিধা অন্য কেউ দিতে পারবে না। এআরসি বা এয়ারলাইন্স রিপোার্টিং করপোরেশন অনুমোদিত গ্লোবাল  ট্যুরস এ্যান্ড ট্রাভেল তাৎক্ষনিক টিকিট হাতে পাবার নিশ্চয়তা দেয়।
সামসুদ্দিন বাসির জানান, গ্লোবাল ট্রাভেল এ্যান্ড ট্যুর সৌদি হজ্ব মন্ত্রণালয়ের ওমরাহ ভিসা প্রসেসিংয়ের জন্য অথরাইজড এজেন্ট। এমিরেটস এয়ারলাইন্সের সামার সেলের সুযোগ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, যারা দেশে কিংবা অন্য কোথাও ঘুরতে যেতে চান বা ওমরাহ করতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন সামার সেলের সুযোগ নেয়ার জন্য। তিনি জানান, যারা গত বছর কোভিডের কারণে দেশে যেতে পারেননি তারা এবার অনেকেই পরিবারের সাথে দেখা করতে দেশে যাচ্ছেন। একইসাথে বাংলাদেশে তারা ঈদ উদযাপন করবেন । সে কারণে প্রচন্ড চাপ রয়েছে এয়ারলাইন্সগুলো এবং টিকিটের উপর। কিন্তু তারপরও গ্লোবাল ট্যুরস এ্যান্ড ট্রাভেল যে কাউকে তাৎক্ষনিত টিকিট কনফার্ম করে দিতে পারবে । কারণ তারাই একমাত্র হোলসেল এজেন্ট।


এ ব্যাপারে সামসুদ্দিন বাসির জানান, ‘তাড়াহুড়া করতে গিয়ে কেউ যেনো দেশে যাওয়া-আসা নিয়ে প্রতারিত না হন। ভ্রমনের সব ধরনের নিরাপত্তার জন্য তার সাথে যোগাযোগ করার জন্য বা তার এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয়ের জন্য অনুরোধ করেন। তিনি দুঃখ করে বলেন, ‘কেউ কেউ ভিন্ন দেশের এজেন্সি থেকে টিকিট কিনে সেটা পরে আবার অন্যের কাছে বেশি দামে বিক্রি করছে। সেখানে টিকিটের বা সিট পাবার পূর্ণ নিশ্চয়তাও নেই। সে জন্য নিজেদের কমিউনিটির অর্জিত অর্থ অন্য দেশের ব্যবসায়ীদের ব্যাংক একাউন্টে চলে যাচ্ছে। আর টিকিট ক্রেতাও বেশি অর্থ দিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।’
সস্তামূল্যে গ্লোবাল ট্যুরস এ্যান্ড ট্রাভেল যে সব এয়ারলাইন্সের টিকিট বিক্রি করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে, এ্যামিরেটস. সাউদীয়া, কাতার, ইত্তিহাদ, টার্কিস এয়ারলাইন্স। টিকিট ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার জন্য +১৭১৮ ৪০৬ ৯৭৪৫ বা +১৭১৮২০০ ২৬৫৫ নম্বরে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করেছেন সামসুদ্দিন বাসির। অথবা সরাসরি ৩৭-১২ ,৭৫ স্ট্রিট, জ্যাকসন হাইটস এর দ্বোতলায় ২০৬ নম্বর রুমে অফিস আওয়ারে যোগাযোগ করার কথা বলেছেন। সামার সেলের বিশাল ডিসকাউন্ট পেতে এখনই যোগাযোগের জন্য বলেছেন তিনি।
‘কমিউনিটির সেবায় এক ধাপ এগিয়ে’ এই শ্লোগানের যথার্থতা প্রমানের জন্যই গ্লোবাল ট্যুরস এ্যান্ড ট্রাভেল আর্থিক লাভের চেয়ে সেবাটাকে বড় করে দেখার চেষ্টা করে সব সময়।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com