আসছে উইমেন’স ফুটবল বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু হতেই দারুণ সাড়া পেয়েছে ফিফা। আসর শুরুর এখনও তিন মাসেরও বেশি সময় বাকি, এখনই বিক্রি হয়ে গেছে সাড়ে ৬ লাখ টিকেট।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী ২০ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত চলবে এবারের উইমেন’স বিশ্বকাপ। দর্শকদের তুমুল আগ্রহের কারণে ফিফার লক্ষ্য এটিকে মেয়েদের বিশ্বকাপের সবচেয়ে সেরা আসর হিসেবে তুলে ধরা। এবার রেকর্ড ১৫ লাখ টিকেট বিক্রির লক্ষ্য তাদের। ফিফার মহাসচিব ফাতমা সামৌরা বলেছেন, ‘ফিফার লক্ষ্য হল এই বছর ইতিহাসের সবচেয়ে বড় এবং সেরা উইমেন’স বিশ্বকাপ আয়োজন করা।’
আয়োজকরা ধারণা করছেন যে, এবারের বিশ্বকাপ টেলিভিশনে উপভোগ করবেন ২০০ কোটি দর্শক। ফিফা আশাবাদী, উদ্বোধনী দিনে সব মিলিয়ে ১ লাখেরও বেশি দর্শক গ্যালারিতে উপস্থিত থাকবেন। প্রথম দিন নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ১৯৯৫ বিশ্বকাপের চ্যাম্পিয়ন নরওয়ে। ম্যাচটি হবে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার অকল্যান্ডের ইডেন পার্কে।
দিনের অন্য ম্যাচে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় আয়ারল্যান্ডের মুখোমুখি স্বাগতিকরা। এই মাঠের ধারণক্ষমতা ৮৩ হাজার ৫০০ জনের। অস্ট্রেলিয়ার ম্যাচটি শুরুতে সিডনি ফুটবল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, যেখানে খেলা দেখতে পারতেন ৪৫ হাজার ৫০০ জন দর্শক। তবে টিকেটের চাহিদার কারণে ম্যাচটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।