ঢালিউডের শাকিব খান ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ আসন্ন ঈদুলে ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির টিজার ব্যাপক সাড়া ফেলেছে। আজ প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘কথা আছে কথা আছে’। একদিনেই গানটি নিয়ে নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে। এবার এই গানে ঠোঁট মিলিয়ে ভাইরাল হলেন এই নায়িকা।
বুধবার সন্ধ্যা ৭টায় গানটি অন্তর্জালে অবমুক্ত করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। শুভ্র রাহার সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন বুবলী। যেখানে দেখা যায় সাদা শার্ট আর কালো প্যান্ট পরে একটি রকিং চেয়ারে বসে গানটির সঙ্গে নাচছেন। গানের শেষ অংশে ‘কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে’ লাইনে ঠোঁটও মিলান তিনি।
‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।