স্পেনের বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ কমিটির উদ্যোগে গত ৯ এপ্রিল বাদ আসর থেকে ইফতারের আগ মুহুর্ত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় তাফসির পেশ করেন ইস্ট লন্ডন জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ হাফেজ আবুল হোসেন খান।
তাফসির মাহফিলে উপস্থিত ছিলেন বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির সকল স্থরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাওলানা হাফেজ আবুল হোসেন খান তার বক্তব্যে রমজান মাসের গুরুত্বসহ ইসলামিক জীবন ব্যবস্থা পরিচালনা করার নানা দিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মাহফিল শেষে ইফতারে আগে বিশেষ মোনাজাত করেন এবং পরে মাগরিবের সালাত আদায় করে তাফসির মাহফিল শেষ হয়।
মাহফিলে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক, সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি আবুল কালাম আযাদ উপস্থিত সব মুসল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।