চীনে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে ‘মুরগি মেরে বানরকে ভয় দেখানো’। এর অর্থ অপেক্ষাকৃত দুর্বলকে শায়েস্তা করে বড় শত্রুকে ভয় দেখানো। আর এমন কৌশল অবলম্বন করলেন এক ব্যক্তি। কিন্তু তাতে শত্রুকে জব্দ করা দূরে থাক, উল্টো নিজেই পড়ে গেলেন বিপদে।
জু নামের ওই ব্যক্তি শত্রুতার জেরে প্রতিবেশীর ১ হাজার ১০০ মুরগিকে ভয় দেখিয়ে হত্যা করেন। যার জন্য আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, জু মুরগিগুলোকে ভয় দেখানোর জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করেন। এতে মুরগিগুলো আতঙ্কিত হয়ে পড়ে। একে অন্যের গায়ে চাপা পড়ে মারা যায় ১ হাজার ১০০ মুরগি।
এর আগেও জু তার প্রতিবেশী ঝংয়ের মুরগিকে ভয় দেখান। সে সময় ৫০০ মুরগি মারা যায়। এরপর আদালত অভিযুক্ত জুকে তার প্রতিবেশী ঝংকে ৩ হাজার ইউয়ান পরিশোধের নির্দেশ দেন; যা বাংলাদেশি মুদ্রায় ৪৬ হাজার ৩৭৯ টাকা।
এতে ক্ষুব্ধ জু ফের ঝংয়ের মুরগিদের ভয় দেখান। এবারে এতে ৬০০ মুরগি মারা যায়। দুবারের ঘটনায় ১ হাজার ১০০ মুরগিকে ভয় দেখিয়ে হত্যা করেন জু।
তবে এ ঘটনার শুরু ২০২২ সালে। সে বছরের এপ্রিলে ঝং অনুমতি ছাড়াই জুর বেশ কয়েকটি গাছ কেটে ফেলেন। তারই প্রতিশোধ নিতে মুরগি হত্যা করেন জু।
তার এ আচরণের জন্য আদালতের দ্বারস্থ হন ঝং। আর আদালত তাকে এমন কাজের জন্য এক বছরের প্রবেশন সাজাসহ ছয় মাসের কারাদণ্ড দেন।
সূত্র : সিএনএন