গোপনীয় গোয়েন্দা তথ্য এবং প্রতিরক্ষা নথি ফাঁস করার জন্য অভিযুক্ত যুক্তরাষ্ট্রের এক সেনাকর্মীকে বোস্টনের একটি আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্ত ২১ বছর বয়সি জ্যাক টেক্সেইরাকে শুক্রবার (১৪ এপ্রিল) যখন ফেডারেল বিচারকের সামনে দাঁড় করানো হয় তখন তিনি শেকলে বাঁধা এবং কারাগারের ইউনিফর্ম পরা ছিলেন।
এ সময় আদালতে এক ব্যক্তি ‘ভালোবাসি, জ্যাক’ বলে চিৎকার করে ওঠেন। উত্তরে জ্যাক বলেন, ‘আপনাকেও ভালোবাসি বাবা।’
প্রতিরক্ষা তথ্যের অননুমোদিত প্রচারের অভিযোগে টেক্সেইরাকে ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।
তার বিরুদ্ধে অননুমোদিত গোপনীয় নথি নিজের কাছে রাখার অভিযোগও রয়েছে।
টেক্সেইরাকে প্রথম অভিযোগের জন্য ১০ বছরের কারাদণ্ড এবং দ্বিতীয়টির জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।
ফাঁস হওয়া কয়েক ডজন নথি প্রকাশের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল্যায়নের পাশাপাশি তার মিত্রদের সম্পর্কে সংবেদনশীল তথ্য প্রকাশ পেয়েছে।
ওই তথ্য ফাঁস ওয়াশিংটনকে বিব্রত করেছে এবং গোপনীয় তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন সামনে এনেছে।
টেক্সেইরাকে গত বৃহস্পতিবার ম্যাসাচুসেটসে তার পারিবারিক বাড়ি থেকেই সশস্ত্র এফবিআই এজেন্টরা গ্রেপ্তার করেন।
টেক্সেইরা এখন পুলিশ হেফাজতে রয়েছেন।
এদিকে তথ্য ফাঁসের বিপরীতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ‘দ্রুত পদক্ষেপ’ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দাদের আরও সংবেদনশীল তথ্যের প্রচারকে নিরাপদ ও সীমিত করার নির্দেশ দিয়েছেন।
সূত্র : বিবিসি