রাজধানী ঢাকায় দীর্ঘ ৫৮ বছর পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) ঢাকায় তাপমাত্রা উঠে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নয় বছর আগে ২০১৪ সালের এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬৫ সালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল আলিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার বেলা ৩টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার এ জেলায় তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা কমে দাঁড়ায় ৪১ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।’
আব্দুল আলিম জানান, রবিবার খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে। এই দুই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল চুয়াডাঙ্গায়; ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকা জেলায়; ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল কিশোরগঞ্জের নিকলিতে; ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে; ৩৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন রেকর্ড করা হয় টেকনাফে; ২২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বনিম্নও ছিল শ্রীমঙ্গলে; ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের পাবনার ঈশ্বর্দীতে সর্বোচ্চ ৪১ দশমিক শূন্য এবং সর্বনিম্ন নওগাঁর বদলগাছীতে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রংপুর বিভাগের সৈয়দপুরে সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ এবং সর্বনিম্ন সৈয়দপুরে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ ময়মনসিংহ জেলায় ৩৭ দশমিক শূন্য এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নেত্রকোনায়; ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ চলছে। অন্যান্য জেলায় মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বইছে। ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮-৩৯ দশমিক ৯ ডিগ্রিকে মাঝারি, ৪০-৪১ দশমিক ৯ ডিগ্রিকে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, এই তাপপ্রবাহ আরও তিন দিন থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখার বিভাগীয় প্রধান সাঈদ আহমদ চৌধুরী জানান, আগামী ১৮ এপ্রিল ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাও খুবই সামান্য হতে পারে। আর সিলেটের জৈন্তাপুরে ২২ এপ্রিল, ময়মনসিংহ বিভাগে ২৩ এপ্রিল বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৪ এপ্রিল।