Home প্রযুক্তি ও বিজ্ঞান টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইউটাহ কর্তৃপক্ষের মামলা

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইউটাহ কর্তৃপক্ষের মামলা

Mukto Chinta
০ comment ৫৫ views

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের মন্টানার পর এবার ইউটাহ অঙ্গরাজ্য থেকে নতুন মামলার সম্মুখীন হয়েছে টিকটক। ইউটাহ অঙ্গরাজ্য কর্তৃপক্ষ অভিযোগ করেছে টিকটক অ্যাপটি সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ব্যবহারকারীদের ভুল তথ্য দিচ্ছে। পাশাপাশি শিশুদের মধ্যে ক্ষতিকারক সোশ্যাল মিডিয়া অভ্যাস তৈরি করছে। খবর গিজমোচায়না। যদিও এর আগে আরকানসাস ও ইন্ডিয়ানা টিকটকের বিরুদ্ধে একই ধরনের মামলা দায়ের করেছে। তবে ইউটাহ আইনি পদক্ষেপ নিয়ে দেশটির উদ্বেগগুলোকে তুলে ধরেছে। যেহেতু মার্কিন সুপ্রিম কোর্ট সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর বিষয়ে স্টেট আইনের নীতি অনুসরণ করে, সেজন্য ইউটাহর মামলাটি যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপবিষয়ক নীতি পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইউটাহ সম্প্রতি টিকটকসহ শিশু ও কিশোরদের কাছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলোর অত্যধিক ব্যবহার সীমাবদ্ধ করার জন্য নতুন আইন পাস করেছে। আইনটি আগামী বছর থেকে কার্যকর হবে। আইটির সমালোচকরা যুক্তি দেখিয়েছেন, এ আইনের মাধ্যমে শিশুদের প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে। মামলায় উল্লেখিত গবেষণায় দেখা গেছে, শিশুরা সোশ্যাল মিডিয়ায় দিনে ৩ ঘণ্টারও বেশি সময় ব্যয় করলে মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। ইউটাহর অ্যাটর্নি জেনারেল শন রেয়েস দাবি করেন, টিকটকের অ্যালগরিদম তরুণ-তরুণীদের ফাঁদে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে।
টিকটক এরই মধ্যে কিছু সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করেছে। যেমন ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য অ্যাপ ব্যবহারে ৬০ মিনিটের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com