৮৬
টোকিওভিত্তিক স্টার্টআপ সুবামে ইন্ডাস্ট্রির তৈরি রোবট ‘আর্কহ্যাক্স’ দেখতে জাপানিজ এনিমি সিরিজ ‘মোবাইল স্যুট গানড্যাম’-এর দৈত্যাকার রোবট ‘গানড্যাম’-এর মতো। চার চাকার রোবটটি চার মিটার লম্বা। ওজন সাড়ে তিন টন। রোবটটির ভেতরে একটি ককপিট আছে।
সেখানে বসে ক্যামেরার মাধ্যমে রাস্তা দেখে হাত ও বাহু নড়িয়ে জয়স্টিকস দিয়ে রোবটটি চালানো যায়। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ কিলোমিটার। আপাতত মাত্র পাঁচটি আর্কহ্যাক্স বিক্রি করবে সুবামে ইন্ডাস্ট্রি। একেকটি রোবটের দাম ৩৩ কোটি ২১ লাখ ৬৭ হাজার টাকা।