প্রযুক্তি ডেস্ক: গুগল ক্রোম এই সময়ের জনপ্রিয় এক ব্রাউজার। কিন্তু এবার এই ব্রাউজার সম্পর্কে এক জরুরি নির্দেশিকা জারি করল ভারত। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) নামের কেন্দ্রীয় সংস্থা জানিয়ে দিল গুগল ক্রোমে রয়েছে নানা দুর্বলতা। সাবধান না হলে ইউজারদের তথ্য চুরি যেতে পারে। ক্ষতি হতে পারে সিস্টেমের।
সিইআরটি এই বিষয়টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই জানাচ্ছে। সেই সঙ্গে এই ত্রুটিগুলি নিয়ে যে কাজ করা হচ্ছে তাও জানানো হয়েছে। সিইআরটি এ বিষয়ে গুগলকে এর মধ্যেই জানিয়েছে। বলা হয়েছে, হ্যাকাররা ইউজারের ডিভাইস কোড কার্যকর করতে এবং নিরাপত্তা বাইপাস করার কাজ করে। এর ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় এবং হ্যাকাররা তা অপব্যবহার করে। তাই সতর্ক হওয়া একান্তই দরকার।
এই সব ত্রুটি এড়াতে ইউজারদের অবিলম্বে গুগল ক্রোম আপডেট করতে বলা হয়েছে। আর এর জন্য গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকেই আপডেট করতে হবে। আর তাহলেই সুরক্ষিত থাকতে পারবেন ইউজাররা।
বড় ঝুঁকিতে গুগল ক্রোম
৫০
previous post