Home প্রযুক্তি ও বিজ্ঞান লোন অ্যাপসে মরণফাঁদ!

লোন অ্যাপসে মরণফাঁদ!

Mukto Chinta
০ comment ৭৯ views

প্রযুক্তি ডেস্ক: তাৎক্ষণিক লোন বা ঋণ পাওয়ার অ্যাপের কারণে ভারত এবং এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অন্যান্য দেশে বিপুল পরিমাণ মানুষ, বিশেষ করে নারীরা ভয়াবহতার এক ফাঁদে পড়ছেন। ঋণের কিস্তি দিতে বিলম্ব হলে অথবা কিস্তি এবং ঋণ পরিশোধ হয়ে গেলেও তাদের অনেকের নগ্ন ছবি আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করছে। এর ফলে অনেক নারী ও পুরুষ আত্মহত্যা করেছেন অথবা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ঋণ দেয়ার সময় গ্রহীতার মোবাইলের সব কন্টাক্ট শেয়ার করতে হয়। ফলে কম্পিউটারে কারসাজি করা অথবা গোপনে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি তুলে বা তার গ্যালারি ব্যবহার করে নগ্ন ছবি পাঠিয়ে দেয়া হয় ওইসব ফোন নম্বরে। এমন লোন অ্যাপ চালু আছে ভারত, মেক্সিকো, কলম্বোসহ বিভিন্ন দেশে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ‘লোন পরবর্তী সার্ভিসের’ জন্য কোনো কোনো কোম্পানি প্রস্তুত করেছে কমপক্ষে ৩০০০ স্টাফ। বিবিসি’র দীর্ঘ এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ভারতসহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় মানুষকে ঋণের ফাঁদে ফেলে অপমানজনক পরিস্থিতিতে ফেলতে তাৎক্ষণিকভাবে লোন দেয়ার অ্যাপ চালু করেছে ব্ল্যাকমেইল করা কিছু গ্রুপ। এর ফাঁদে পা দিয়ে নির্যাতিত ও হুমকি পাওয়ার পর আত্মহত্যা করেছে কমপক্ষে ৬০ জন ভারতীয়।
ভারতে এবং চীনে এই ফাঁদ নিয়ে ওই তদন্ত করা হয়।
এমনই ফাঁদে পা দিয়েছিলেন মুম্বইভিত্তিক প্রপার্টি বিষয়ক সম্মানিত একজন মা, ভীতিহীন একজন বিধবা ভূমি সিনহা। তিনি একা একা ১৭ বছরের মেয়ে আস্থা সিনহাকে বড় করেছেন। সম্প্রতি তার নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার কারণে আত্মহত্যা করার পরিকল্পনা নেন। এ বিষয়টি আস্থা সিনহার কানে তোলেন তার এক আন্টি। সে মায়ের কাছে গিয়ে দেখতে পায়, ভূমি সিনহা অঝোরে কাঁদছেন। হতাশায় আত্মহত্যার পরিকল্পনা করেছেন। আস্থা বুঝতে পারে এ সময়ে তার কী করতে হবে। হাতের লাঠি হয়ে মাকে এ পথ থেকে ফেরায় সে। তাকে লড়াই করে টিকে থাকার মন্ত্র শিখায়। সে জানতে পারে তার মা উদ্ভট কিছু ফোনকল পেয়েছেন। তিনি কিছু মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন। তবে তার কোনো ধারণা ছিল না যে, তার মা মাসের পর মাস ধরে হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। ভূমি সিনহা তাৎক্ষণিক লোন পাওয়ার অ্যাপসের

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com