মুক্তচিন্তা ডেস্ক : করোনা ভাইরাস নিয়ে আবারো সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বড়দিনের উৎসবকে সামনে রেখে সংস্থাটি নতুন হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, সামাজিক মেলামেশা আবার সেই মহামারি শুরুর আগের অবস্থায় এসে পৌঁছেছে। এর ফলে সামনে ছুটির দিনগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলছে, সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, আমাদের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয়েছে যে- করোনা ভাইরাসের টিকা নেয়ার ফলে বুঝি এই মহামারি শেষ হয়ে গেছে।
এটা আসলে আমাদের নিরাপত্তা বিষয়ক একটি ভুল অনুভূতি। তিনি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, যেসব মানুষ টিকা নিয়েছেন তারা মনে করছেন, তাদেরকে আর কোনো পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে না।
ঘেব্রেয়েসাস বলেন, জীবন রক্ষা করে টিকা। কিন্তু টিকা পুরোপুরি সংক্রমণ রোধ করে না।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত সপ্তাহে বিশ্বে যে পরিমাণ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন, তার মধ্যে শতকরা ৬০ ভাগের বেশি ইউরোপের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ক পরিচালক মাইক রায়ান বলেছেন, আমরা ইউরোপে সামাজিক যোগাযোগ বা মেলামেশার দিক দিয়ে মহামারির আগের অবস্থায় ফিরে গিয়েছি। যদিও এক্ষেত্রে খুবই শক্তিশালীভাবে সংক্রমণ বাড়ছে এবং অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর উচ্চ মাত্রায় চাপ সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত
সারা বিশ্ব সংক্রমণ প্রতিরোধ করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরছ করে নাগরিক কে টিকা দিচ্ছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সংক্রমণ ঠেকায় না। জীবন বাচায় । কিন্তু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত হয়ে আমার তিনজন আত্মীয় মারা গেছেন । জীবন বাচাল কোথায় ?? Foul statements.