যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেটে অঙ্গরাজ্যে ব্যাংক ডাকাতির ঘটনায় তৃতীয়বারের মতো আটক হয়েছেন ৭৮ বছরের এক নারী। অতীতে দুটি ব্যাংক ডাকাতির জন্যও অভিযুক্ত তিনি। বনি গুচ নামের ওই নারী ব্যাংকের টাকা গণনাকারীর কাছে একটি চিরকুট জমা দেন। তাতে লেখা ছিল, আমি আপনাকে ভয় দেখাতে চাইনি।
বিষয়টি জানতে পেয়ে তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ আনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়, গত (৫ এপ্রিল) বুধবার প্লিজেন্ট হিলে বনি গুচ নামের ওই বৃদ্ধা গোপার্ট ফাইন্যান্সিয়াল ব্যাংকে ঢুকে কয়েক হাজার ডলারের দাবি সংবলিত একটি চিরকুট ব্যাংক কর্মকর্তার হাতে ধরিয়ে দেন। অর্থ নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় তিনি ওই ব্যাংক কর্মকর্তাকে বলেন, ‘আপনাকে ধন্যবাদ, আমি একটুও ভয় দেখাতে চাইনি।’ গুচ বর্তমানে ২৫ হাজার ডলার মুচলেকা দেওয়ার শর্তে জেলে আছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনি ওই ঘটনার সময় ধূসর রঙের পোশাক, হ্যান্ড গ্লাভস, একটি কালো এন-৯৫ মাস্ক এবং সানগ্লাস পরা ছিলেন।
১৯৭৭ সালে ক্যালিফোর্নিয়ার একটি ব্যাংক এবং ২০২০ সালে লি’স সামিটের কানসাস সিটি শহরতলিতে আরেকটি ডাকাতির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। দ্বিতীয় ডাকাতির ঘটনায় ২০২১ সালের নভেম্বরে তার সাজার মেয়াদ শেষ হয়।