ভারতে প্রতিনিয়ত ঘটে এমন কিছু বিষ্ময়কর ও আশ্চর্যজনক ঘটনা, যা এর আগে কখনো দেখেনি মানুষ। এবার এমনি এক ঘটনা ঘটেছে ভারতে। ভিন্ন গোত্রে প্রেম করার অপরাধে বাবা-মায়ের হাতে খুন হলেন দুই মেয়ে।
ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের হাজিপুরে। জানা যায়, ভিন্ন গোত্রে প্রেম করার জন্য বাবা-মায়ের হাতে হত্যাকাণ্ডের স্বীকার হলেন দুই মেয়ে। নিহতদের বয়স ১৮ এবং ১৬।
পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন নিহতদের মা রিংকু দেবী মরদেহগুলোর পাশেই বসে ছিলেন। তিনি তার দুই মেয়েকে হত্যার কথা স্বীকারও করেছেন। তিনি জানান, ঘুমন্ত অবস্থায় তার দুই মেয়েকে হত্যা করা হয়েছে।
ওই নারীর স্বামী নরেশ বাইথা পালিয়েছেন। তাকে খুঁজছে পুলিশ। রিংকু দেবীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার দুই মেয়ের ভিন্ন গোত্রের দুজনের সঙ্গে প্রেম করছিল।
তিনি আরো জানান, প্রেমিকদের সঙ্গে দেখা করার জন্য তার মেয়েরা অনেক সময় বাবা মাকে না জানিয়েই বাসা থেকে বের হয়ে যেত। এসব কারণে ক্ষিপ্ত হয়ে তিনি এবং তার স্বামী দুই মেয়েকে হত্যা করেছেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান যে, মেয়েদের বাবা তাদেরকে হত্যা করেছে। কিন্তু প্রাথমিক তদন্তের পর দেখা যায় স্বামী-স্ত্রী দুজনেই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।
সূত্র: এনডিটিভি