১১২
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের সংঘর্ষ হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে; এখনো পর্যন্ত শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। সাতটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, সোনার বাংলা ট্রেনের পাঁচটি শোভন চেয়ার কোচ লাইনচ্যুত হয়েছে। কিছু যাত্রী আহত হয়েছেন।