৬১
যুক্তরাষ্ট্রের টেনেসির মিমো নামের একটি ইমু পাখি ধরতে ২০ মাইল ছুটেছে পুলিশের তিনটি গাড়ি।
মালিকের বাড়ি থেকে পালিয়ে ইমুটি সড়কে সড়কে দৌড়াচ্ছিল। মালিক হেরি ম্যাককিনি জানান, মিমোকে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তা জানান দিলে অনেকেই পাখিটির ভিডিও পাঠাতে শুরু করেন।
দেখা যায়, মিমো হ্যারিম্যান শহরজুড়ে দৌড়াচ্ছে আর পুলিশ তাকে ধরতে পেছন পেছন ছুটছে। পুলিশ জানায়, এ সময় পাখিটির দৌড়ের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি. পর্যন্ত উঠেছিল।