দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সেখান থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছান তারা। এর আগে ২১ নভেম্বর লন্ডন থেকে ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
বিএনপির একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। পরের বছর আদালতের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড যান। সেখান থেকে যান মালয়েশিয়ায়। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরে মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোকোর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস করছেন স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে সেখানে বসবাস করছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যান। পরে ২০২০ সালে ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়। ছয় মাসের জন্য সাজা স্থগিতের আদেশ এলেও পরে তা বাড়ানো হয় আরও সাত দফা। তখন থেকেই খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকছেন। মাঝে কয়েক মাস তিনি হাসপাতালে ছিলেন।