যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির ওয়াই মডেল ও মডেল-৩-এর দাম কমিয়েছে টেসলা। প্রতিষ্ঠানটির চলতি বছরের প্রথম প্রান্তিকের তথ্যমতে, মডেল ওয়াই লং রেঞ্জ এবং পারফরম্যান্স গাড়ির দাম ৩ হাজার ডলার এবং মডেল-৩ রিয়ার-হুইল ড্রাইভের দাম ২ হাজার ডলার কমিয়ে ৩৯ হাজার ৯৯০ ডলার করা হয়েছে।
এদিকে দেশটিতে ষষ্ঠবারের মতো গাড়ির দাম কমাল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এ বছর যুক্তরাষ্ট্রে তাদের মডেল-৩-এর দাম ১১ শতাংশ এবং মডেল ওয়াইয়ের দাম ২০ শতাংশ ডলার কমিয়েছেন। প্রতিষ্ঠানটি মনে করছে, তাদের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে তাদের বৈদ্যুতিক গাড়ির বাজার ধরতে কাজ করছে। তবে দাম কমানোয় লভ্যাংশ সংকোচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
টেসলা সম্প্রতি ইউরোপ, ইসরায়েল, সিঙ্গাপুরের পাশাপাশি জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াতেও দাম কমিয়েছে। অন্যদিকে চীনও বৈদ্যুতিক গাড়ির বাজার ধরতে জানুয়ারির শুরুর দিকে গাড়ি বিক্রিতে ছাড় দিয়েছে।
তবে বছরের প্রথম প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহ ৪ শতাংশ বেড়েছে, যা গত বছরের শেষ প্রান্তিকে ছিল ১৭ দশমিক ৮ শতাংশ। তবে টেসলা আশা করেছিল বছরের প্রথম প্রান্তিকে তাদের আয় বেড়ে ২৪ দশমিক ২ শতাংশ বা ২ হাজার ৩২৯ কোটি ডলার হবে। কিন্তু প্রতিষ্ঠানটির আয় গত তিন মাসে কমেছে প্রায় ২ দশমিক ৪ শতাংশ। তারপরও গত মঙ্গলবার টেসলার শেয়ারদর বেড়েছে প্রায় ৫০ শতাংশের কাছাকাছি।
সূত্র : রয়টার্স