যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত কর্তৃক গর্ভপাতের ওষুধের ওপর জারি করা বিধিনিষেধ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট গত শুক্রবার (২১ এপ্রিল) এই বিষয়ে মামলা চলাকালীন ওষুধটি বিক্রি এবং ব্যবহারের পক্ষে রায় দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে টেক্সাসের এক বিচারক গর্ভপাতের ওষুধের অনুমোদন বাতিল করার পক্ষে রায় দিয়েছিলেন।
মিফেপ্রিস্টোন নামের একটি ওষুধ যুক্তরাষ্ট্রে অর্ধেকেরও বেশি গর্ভপাতের জন্য দায়ী। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫০ লাখেরও বেশি নারী গর্ভধারণ এড়াতে এটি ব্যবহার করেছেন।
চার বছরের পর্যালোচনার পর ২০ বছরেরও বেশি সময় আগে এটি ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দ্বারা প্রথম অনুমোদন লাভ করে।
এফডিএ অতিরিক্ত বিধিনিষেধ এবং নিয়মিত মূল্যায়নের একটি সিস্টেমের অধীনে নিয়ন্ত্রিত ৬০টি ওষুধের তালিকায় মিফেপ্রিস্টোনও রেখেছিল।
এদিকে, আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ মূলধারার চিকিৎসা সংস্থাগুলো বলেছে যে, গর্ভপাত পিল নিরাপদ এবং কার্যকর।
কিন্তু, চলতি মাসের শুরুতে টেক্সাস আদালতের বিচারক ম্যাথিউ ক্যাসমারিক মিফেপ্রিস্টোনের এফডিএ অনুমোদন স্থগিত করার রায় দিয়েছিলেন।
তিনি রায়ে বলেছিলেন, ’সংশ্লিষ্ট সংস্থা ফেডারেল নিয়ম লঙ্ঘন করেছে কিছু ওষুধের অনুমোদন দিয়েছে এবং ওষুধের বৈজ্ঞানিক মূল্যায়নে ভুল করেছে।’
গর্ভপাতবিরোধী স্বাস্থ্য পেশাদারদের একটি গ্রুপ মিফেপ্রিস্টোনের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে একটি মামলা রুজু করার পরে বিচারক কাকসমারিকের প্রাথমিক রায়টি আসে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন টেক্সাসের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।
সুপ্রিম কোর্টের দুই রক্ষণশীল সদস্য বিচারপতি ক্লারেন্স থমাস এবং বিচারপতি স্যামুয়েল আলিটো তাদের ভিন্নমতের কোন কারণ প্রদান করেননি।
তবে, বিচারপতি আলিটো লিখেছেন যে, সুপ্রিম কোর্ট অতীতে জরুরী আদেশ জারি করার জন্য সমালোচিত হয়েছে, যাকে সমালোচকদের দ্বারা ‘শ্যাডো ডকেট’ বলা হয়।
সূত্র : বিবিসি