৬৮
ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, চলতি গ্রীষ্মের জুন, জুলাই ও আগস্টে ৯০ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দেয়া হয়েছে। এবারের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র যত শিক্ষার্থীকে ভিসা দিয়েছে, তার মধ্যে প্রতি চারজনে একজন ভারতীয় শিক্ষার্থী। খবর: টাইমস অব ইন্ডিয়া। এর মধ্য দিয়ে টানা তৃতীয় বছরের মতো রেকর্ডসংখ্যক মার্কিন ভিসা পেয়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। গত গ্রীষ্মে ৮২ হাজার ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল যুক্তরাষ্ট্র, ২০২২ সালের ভর্তি মৌসুমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যা ছিল সর্বোচ্চ। ভারতের অনেক নাগরিকের বি-ওয়ান ও বি-টু ভিজিটর ভিসার আবেদন এখনও জমা থাকলেও শিক্ষার্থীদের ভিসা যাতে বিলম্বিত না হয়, সে ব্যাপারে সচেতন ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দূতাবাস এক্স হ্যান্ডলে এক বার্তায় জানায়, সব যোগ্য আবেদনকারী যেন সময়মতো তাদের পছন্দের বিষয়ে পড়াশোনা করার জন্য যেতে পারেন, তাদের পক্ষ থেকে উদ্ভাবনী ও দলবদ্ধ চেষ্টার মাধ্যমে তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ২০১৬ সালের পর এবার এক বছরে সবচেয়ে বেশি শিক্ষার্থীকে ভিসা দেয়ার পথে রয়েছে দূতাবাস। ২০২১-২২ অর্থবছরে ভারতের মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো ছাত্র ও দর্শনার্থীর ভিসা দেয়ার ক্ষেত্রে সর্বকালের রেকর্ড ভেঙেছে। সেবার এক লাখ ২৫ হাজার ভিসা দেয়া হয়। যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়দের অবস্থান এখন দ্বিতীয়। প্রথম অবস্থান চীনের। ভারতীয় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জানানো হয়, কোর্স শুরু হওয়ার এক বছর আগেই যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীদের ভিসা দেয়া হবে। অর্থাৎ ভারতীয় যে শিক্ষার্থীরা আমেরিকায় পড়াশোনার জন্য আবেদন করবেন, তারা এখন শিক্ষাবর্ষ শুরুর ৩৬৫ দিন আগেই ভিসা পাবেন। তবে কোর্স শুরুর তারিখের ৩০ দিন আগে থেকে প্রবেশের অনুমতি পাবেন তারা। ভিসা পেতে দেরি হওয়ায় অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন। এমনকি সংশ্লিষ্ট কোর্গের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও শুধু ভিসার জন্যই অনেক শিক্ষার্থীর স্বপ্ন অধরা থেকে যেত। সেই সমস্যার সমাধানেই দ্রুত ভিসা পাওয়ার জন্য মার্কিন দূতাবাস নতুন উদ্যোগ নিয়েছে।