মুক্তচিন্তা ডেস্ক : প্রবাসের জনপ্রিয় বাংলা সাপ্তাহিক আজকালের ১৬তম প্রতিষ্ঠা বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র মেয়র এরিক এডামস অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকাল পত্রিকার প্রতিষ্ঠার উৎসবকে আরও আনন্দঘন করে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত হল ভর্তি দর্শকশ্রোতার মুর্হুমুহুর করতালির মধ্যে মেয়র বলেন, ১৬টি বছর আজকাল বাংলাদেশি কমিউনিটি বির্নিমানে সাপোর্ট দিয়ে আসছে। সেতুবন্ধন তৈরি করছে প্রবাসী বাংলাদেশিদের সাথে আমেরিকান মুলধারার। আমি সাপ্তাহিক আজকাল ও পত্রিকাটির কর্ণধার শাহ নেওয়াজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। গত শুক্রবার ২০ অক্টোবর কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ব্যানকুয়েটে আজকাল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি । মেয়র বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রসংশা করে বলেন, আপনাদের নিশ্চয়ই আপনাদের আসল পরিচয় ভূলবেন না। আমেরিকান বাংলাদেশি নয়। আপনারা বলবেন, বাংলাদেশি আমেরিকান। বাংলাদেশি কমিউনিটি পরিশ্রমী, তাদের স্বপ্ন বাস্তবায়ন পরিশ্রমেই, তারা কখনোই হেরে যায়নি। স্বপ্নকে তারা পরিত্যাগ করে না। এই কমিউনিটি সামনের দিকে এগিয়ে যাবেই।।
মেয়র যখন বক্তব্য রাখছিলেন তখন তার পাশে ছিলেন আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ ও তাদের
দুই সন্তান সাদিয়া নেওয়াজ এবং সাদমান নেওয়াজ ।
প্রধান অতিথি মেয়র এরিক এডামসের বক্তৃতার আগে আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, সিটির ১১০তম মেয়রকে পেয়ে বাংলাদেশি কমিউনিটি ও আজকাল পরিবার আনন্দিত। শত ব্যস্ততার মধ্যে তার আগমনে আমরা কৃতজ্ঞ। প্রথম আফ্রিকান আমেরিকান মেয়র এডামসের জন্য এশিয়ান কমিউনিটির অকুন্ঠ সর্মথন রয়েছে। আগামীতেও তা থাকবে। এরিক এডামস কাজে বিশ্বাসী। তিনি যা প্রতিশ্রæতি দেন তার চেয়ে বেশি কাজ করেন। অতীতের যেকোন মেয়রের চেয়ে তিনি বাংলাদেশি কমিউনিটির সাথে বেশি সম্পৃক্ত। তিনি বাংলাদেশি বান্ধব মেয়র হিসেবে নিজেকে প্রমানিত করেছেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়রের উপদেষ্টা দিলীপ চৌহান, এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার ,স্টেট সিনেটর জন ল্যু ও হাইরাম মনসুরাত। আজকাল পরিবারের পক্ষ থেকে আর বক্তব্য রাখেন সম্পাদক মনজুর আহমেদ, ব্যবস্থপনা পরিচালক রানো নেওয়াজ, বাণিজ্য বিভাগের প্রধান আবু বকর সিদ্দিক এবং শাহনেওয়াজের দুই সন্তান সাদিয়া নেওয়াজ ও সাদমান নেওয়াজ।
শুক্রবার বৈরি আবহাওয়ার মধ্যেও আজকালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কমিউনিটির পিুল সংখ্যক মানুষ অংশ নেন। কমিউনিটিতে নানাভাবে অবদান রাখার জন্য ১১ জন ব্যক্তিকে ক্রেষ্ট প্রদান করে আজকাল। পদক প্রাপ্তরা হলেন এটর্নি মইন চৌধুরী, নুরুল আজিম, হারুন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, শাহ জে চৌধুরী, রকি আলিয়ান, নুরুল আমিন বাবু, মাসুদ রানা, বেলায়েত হোসেন ও মোহাম্মদ সাইফ উল্লাহ ।
আজকাল সম্পাদক শাহ নেওয়াজকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ আমেরিকান প্রেসক্লাব, যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক,ব্যবসায়ী ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। কমিউনিটি লিডার মোর্শেদ আলম, ফকরুল আলম, নাসির আলী খান পল, ফাহিম জান, আকাশ রহমান, আকাশ রহমান, আহসান হাবিব, ফকরুল ইসলাম দেলোয়ার, আহনাফ আলম, অধ্যাপিকা হোসনেয়ারা, জিল্লুর রহমান জিল্লু কাজী আজম, এএফএম জামান, গিয়াস আহমেদ, বেবি নাজনীন, রিজিয়া পারভীন, শাহাদত হোসেন রাজু, আব্দুর রহিম বাদশা, আবুল কাশেম, আশরাফুজ্জামান, আব্দুর রশিদ বাবু, আলমগীর খান আলম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মোহাম্মদ আলম নমিসহ কমিউনিটির বহু মানুষ উপস্থিত ছিলেন।