ঢাকা অফিস : ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে এবার হত্যা করার হুমকি দেয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফরিদুল আলম পিটার হাসের গলা কেটে ফেলার হুমকি দিয়েছেন। বুধবার পিটার হাসকে হত্যা করার বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হত্যার এই হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৬ নভেম্বর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদুল আলম। সেই বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপি’র হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’
৬ নভেম্বর সন্ধ্যায় কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। আর প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
এর কিছুদিন আগে চট্টগ্রামের চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পিটানোর হুমকি দেন। এ নিয়ে সাধারণ মানুষ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যদের মধ্যে ভীতি দেখা দিলেও পুলিশ ওই নেতাকে এখনও গ্রেফতার করেনি। বিষয়টি দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা হচ্ছে। গত বুধবার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি রাষ্ট্রদূতকে পিটানোর হুমকির বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরেন।
উল্লেখ্য ওই নেতা শত শত মানুষের সামনে বলেন, ‘আমি পিটার হাসকে পিটিয়ে দেশ থেকে বের করে দিবো।’ ওই নেতার বক্তব্যের পরে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। আরেক নেতা গলা কেটে হত্যার হুমকি দিলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উপরন্তু পেটানোর অভিযোগের বিষয়টি আদালত নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার নির্দেশ দিয়েছে।