মুক্তচিন্তা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম নারীকে ফেডারেল আদালতের বেঞ্চে নিয়োগের জন্য মনোনয়ন দিয়ছেন। প্রেসিডেন্ট বাইডেন গত বুধবার ফেডারেল জাজ হিসেবে নতুন আটজন বিচারককে মনোনয়ন দেন । মনোনয়ন পাওয়া আটজনের মধ্যে একজন নুসরাত চৌধুরী । সিনেট নুসরাতের মনোনয়ন অনুমোদন করলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আমেরিকান। একই সঙ্গে নুসরাত হবেন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম মুসলিম নারী।
নুসরাত নিউইয়র্কের সিএলইউতে ২০০৮ সাল থেকে কাজ করছেন। নতুন ফেডারেল জাজ হিসেবে মনোনয়ন পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) অব ইলিনয় অঙ্গরাজ্যের আইনবিষয়ক পরিচালক পদে কর্মরত। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টে ফেডারেল জাজ হিসেবে দায়িত্ব পালনের জন্য নুসরাতকে মনোনয়ন দিয়েছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম হিসেবে দেশটিতে ফেডারেল জাজ হয়েছেন জাহিদ কোরেশি। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান। আর মুসলিম মহিলা হিসেবে নুসরাত হবেন দেশটির দ্বিতীয় ফেডারেল বিচারক।
এক বছর আগে ক্ষমতায় আসার পর বাইডেন এখন পর্যন্ত ১৩ বারের মতো বিচারক মনোনয়ন দিলেন। সবশেষ ৮ জনকে নিয়ে তিনি মোট ৮৩ জন বিচারককে মনোনয়ন দিয়েছেন। তাঁর মনোনয়ন পাওয়া বিচারকদের মধ্যে নারী এবং কৃষ্ণাঙ্গের সংখ্যাও কম নয়। এবার মনোনয়ন পাওয়া আট বিচারকের মধ্যে সাতজনই নারী।