Home বিনোদন ‘বাহুবলি’কেও ছাড়িয়ে যাচ্ছে ‘পুষ্পা’

‘বাহুবলি’কেও ছাড়িয়ে যাচ্ছে ‘পুষ্পা’

Mukto Chinta
০ comment ৩৩৬ views

বিনোদন ডেস্ক: সিনোমার দর্শক এখন পুষ্পায় মুগ্ধ। পুষ্টা এখন হালের ট্রেন্ড। নামটি শুনতে কোমল মনে হলেও আদতে পুষ্পা হচ্ছে সিনেমার নায়ক আল্লু অর্জুনের নাম। যার আচরন ধীরস্থির, কিন্তু অগ্নিমূর্তি। পুষ্পা ছবি রিলিজ হবার আগে পুষ্পার একটি গান নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এবার আলোচনায় শুধুই পুষ্পা । মানে সিনেমার নায়ক আল্লু অর্জুন। যার নাম সিনেমায় পুষ্পা। পুষ্পা দর্শকদের মন জয় করার পর আল্লু অর্জুনের আরও বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। তার মানে  পুষ্পা ছবির সিরিজ বানানো হচ্ছে এখন।


এবার সেই তালিকায় সবার উপরে রয়েছে ‘পুষ্পা’র দ্বিতীয় অংশ, নাম ‘পুষ্পা: দ্য রুল’। পুষ্পা সিরিজের যে ছবিটি মুক্তি পেয়েছে সেটি আসলে প্রথম অংশ। এরপর আসবে ছবির সিক্যুয়েল, যেখানে অনেক রহস্যের সমাধান হবে। প্রকাশ্যে আসবে গল্পের বাকি অংশও।
একবার তামিল নায়ক প্রভাসের অভিনয়ে মুগ্ধ হয়েছিলো দর্শক। বছর কয়েক আগে মুক্তি পেয়েছিল সেই ‘বাহুবলী’ ছবি। আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ আবারও সেই স্মৃতি নিয়ে ফিরেছে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়িয়ে বলিউডের দর্শকরাও মুগ্ধ হয়ে গিয়েছেন পুষ্পারাজের অভিনয় দেখে। বলিউডের প্রথম সারির তারকাদের সাথেই উচ্চারিত হচ্ছে আল্লুঅর্জুনের নাম।
আল্লু এখণ ভীষণ ব্যস্ত সময় পার করছেন। তারপরও ‘পুষ্পা ২’ ছবির পর ‘আইকন’ ছবির শুটিং শুরু করতে পারেন আল্লু। ভেনু শ্রীরামের পরিচালনায় আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে ও কৃতি শেট্টিকে। তারপর অভিনেতা ব্যাপতি শ্রীনুর সঙ্গে আরেকটি ছবির আলোচনাও শুরু করে দিয়েছেন তিনি। পাশাপাশি পরিচালক প্রশান্ত নীল ও মুরুগাদোসের সঙ্গেও ছবি করতে চলেছেন আল্লু।
প্রসঙ্গত, গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল পুষ্পা: দ্য রাইজ। তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালায়লাম ও কন্নড় ভাষাতেও ডাবিং করা হয়েছিল এই ছবির। মুক্তির দেড় মাস পরেও ছবিটি নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি। এই প্রথম আল্লু অর্জুনের কোনও ছবির হিন্দি সংষ্করণ প্রেক্ষাগৃহে মুক্তি পেল। আর প্রথম ছবিতেই বাজিমাত করলেন  তিনি। তুমুল জনপ্রিয় ছবি বাহুবলীর রেকর্ডকেও অনেকগুনে ছাপিয়ে গিয়েছে পুষ্পা।
জানা গেছে, এটাই প্রথম ছবি যা মুক্তির প্রথম দিনে মাত্র ৩ কোটি টাকার ব্যবসা করেও শত কোটির  মাইলফলক পার করতে সময় নেয়নি।
উল্লেখ্য, ইতোমধ্যেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে পুষ্পা। তা সত্ত্বেও দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করছেন। এর আগে পরিচালক এস এস রাজামৌলির বাহুবলী ছবিটি প্রথম দিনে ৫ কোটি টাকার ব্যবসা করে মোট ১১৭ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু পুষ্পা সেই রেকর্ডটাও ভেঙে দিয়েছে।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com