বিনোদন ডেস্ক: বছরের বিরতি ভেঙে ভেড়ে ফিরে চলতি বছরে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে শাহরুখ খান অভিনীত দুই সিনেমা ‘পাঠান’ এবং ‘জাওয়ান’। এদিকে মুক্তির অপেক্ষায় বলিউড বাদশাহর আরেক সিনেমা ‘ডাঙ্কি’। এতোদিন সিনেমাটি মুক্তির তারিখ নিয়ে ধোঁয়াশা থাকলেও অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। জানাগেছে, আগামী ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির দিন ঘোষণার সঙ্গেই প্রকাশ করা হয়েছে ‘ডাঙ্কি’ সিনেমার প্রথম পোস্টার, যাতে শাহরুখ খানকে একজন সৈনিকের ভূমিকায় দেখা গেছে। পোস্টের উপরে লেখা, ‘প্রতিশ্রুতি রক্ষার জন্য একজন সৈনিকের যাত্রা।’
এদিকে ডিসেম্বরে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের ‘ডাঙ্কি’ এবং দক্ষিণ ভারতীয় তারকা প্রভাসের বহুল আলোচিত সিনেমা ‘সালার’। শোনা যাচ্ছিল, প্রভাসের সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতা এড়াতে পেছাতে পারে ‘ডাঙ্কি’র মুক্তি। কিন্তু এখন সব জল্পনা-কল্পনার অবসান। নির্মাতাদের নতুন ঘোষণা অনুযায়ী, ‘ডাঙ্কি’র একদিন পরেই মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। কাজেই দুই ইন্ডাস্ট্রির দুই তারকার জমজমাট লড়াই দেখার জন্য অপেক্ষার তর সইছে না দর্শকদের।
শুরুর থেকে শোনা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডাঙ্কি’ সিনেমাটির গল্প। তবে গল্পের কেন্দ্র থাকবে শাহরুখের চরিত্র। যার জীবনের ওঠা-পড়া নিয়েই এগোবে সিনেমার মূল কাহিনী। ‘ডাঙ্কি’তে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এই প্রথমবার তাপসীর সঙ্গে জুটি বাধছেন বলিউড বাদশা। সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিয়া মির্জা, বোমান ইরানিকে। এছাড়া ক্যামিও করতে দেখা যাবে ভিকি কৌশলকে। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ও জ্যোতি দেশপান্ডে।