ঢাকাই সিনেমার আলোচিত জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই জুটির নতুন ছবি ‘কিল হিম’। দীর্ঘদিন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করলেও ‘কিল হিম’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব প্রযোজনার বাইরের সিনেমায় অভিনয় করেছেন এই তারকা দম্পতি।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে অ্যাকশন অবতারে দেখা গেছে অনন্ত জলিলকে। এক ঝলক করে দেখা গেছে বর্ষা, মিশা সওদাগর ও রুবেলকেও।
এ অভিনেত্রী বলেন, তাকে নিয়ে আমরাও গর্ব করতে পারি যে হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেরও একজন করেন। আর এভাবেই শাহরুখের সঙ্গে নিজ স্বামীকে তুলনা করেছেন বর্ষা। সম্প্রতি রাজধানীর বিএফডিসিতে সিনেমাটির টিজার ও পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অভিনেত্রী বর্ষা।
কিল হিম সিনেমায় অনন্তকে একজন কিলারের ভূমিকায় এবং তার স্ত্রী বর্ষাকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। অ্যাকশন ঘরানার এই সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেনব রুবেল, মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ আরও অনেকেই। ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন ইকবাল।