ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্বায়নের এই যুগে ঈদেও তার হাওয়া লেগেছে। বিশ্বের নামিদামি তারকারা এখন ঘটা করে ঈদ উদযাপন করেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু শেয়ার করেন।
এবারের ঈদুল ফিতরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বারাক ওমাবা, ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ, ফ্যাশন আইকন কিম কার্দাশিয়ান বা বিল গেটস কীভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি নিতেন? কাকে কোন ভূমিকায় কেমন দেখাত?
কল্পনা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে উল্লিখিত সেলিব্রিটিরা কে কীভাবে ঈদ উদযাপন করতেন, তার কিছু দৃশ্য এঁকেছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক শিল্পী জিও জন মুল্লুর।
এসব ছবিতে ট্রাম্প ও রানীকে দর্জি, ওবামাকে মেহেদি শিল্পী, গেটসকে কাপড়ের ব্যবসায়ী এবং কার্দাশিয়ানকে স্বর্ণকারের ভূমিকায় দেখা যায় বলে উল্লেখ করা হয়েছে খালিজ টাইমসের এক প্রতিবেদনে।
সূত্র : খালিজ টাইমস