৭৭
মার্কিন সুপারমডেল নাওমি ক্যাম্পবেল ওয়্যারেবল এআই অ্যাসিস্ট্যান্ট ডিভাইস ‘এআই পিন’ পরে অংশ নিয়েছেন প্যারিস ফ্যাশন উইকে। প্রজেক্টর, ক্যামেরা ও এআই প্রযুক্তিসহ এআই ডিভাইসটি তৈরি করেছে সান ফ্রান্সিসকো ভিত্তিক কম্পানি হিউমেন। পোশাকে ডিভাইসটি আটকানো থাকলে ফোন কলের বিস্তারিত হাতের মধ্যেই দেখা যাবে, খবর শোনা যাবে এবং ইংরেজি থেকে অন্য ভাষায় অনুবাদ করা যাবে। আগামী ৯ নভেম্বর স্ক্রিনবিহীন ডিভাইসটি পুরোপুরিভাবে উন্মোচন করবে হিউমেন।
সূত্র : এনগ্যাজেট