মুক্তচিন্তা ডেস্ক: হামাস সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুত না থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে যোগ করেন, তিনি ক্ষমতা থাকলে এমন কিছু ঘটত না। খবর রয়টার্স।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি প্রস্তুত ছিলেন না। তিনি প্রস্তুত ছিলেন না এবং ইসরায়েলও প্রস্তুত ছিল না। এবং ট্রাম্পের অধীনে, তাদের প্রস্তুতির দরকার হতো না।’ ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন ট্রাম্প। তিনি আরো বলেন, এ হামলার কারণে নেতানিয়াহু ‘খুব কষ্ট পেয়েছেন’।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল জানিয়েছেন, হামাসের হামলার তিন দিন আগেই ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করেছিল মিসর।
কয়েকদিন ধরে ইসরায়েলের গোয়েন্দাদের ব্যর্থতা ব্যাপক আলোচনা রয়েছে। এর মাঝেই মিসরের কর্মকর্তারা জানান, তারা আগেই নেতানিয়াহুকে বার্তা দিয়েছিলেন।
গতকাল মাইকেল ম্যাককল বলেন, ‘আমরা জানি, মিসর তিন দিন আগেই ইসরায়েলকে বলেছিল যে এমন ঘটনা ঘটতে পারে।’
অবশ্য শুরু থেকেই নেতানিয়াহু বলে আসছেন, সুনির্দিষ্ট কোনো সতর্কবার্তা পায়নি ইসরায়েল। এ ব্যাপারে প্রকাশিত খবর ‘সম্পূর্ণ ভুয়া’।