বিনোদন ডেস্ক : সাবেক স্বামী নাগা চৈতন্যের সঙ্গে কাছে আসার গুঞ্জনের মাঝেই দূরত্ব বাড়ার গল্প সামনে আনলেন দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। নিজের শরীর থেকে নাগার স্মৃতিচিহ্ন মুছে ফেললেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে নাগার দেওয়া এক পোস্ট থেকে জানা গেছে সাবেক স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তার। ফের নাকি কাছাকাছি আসছেন এই জুটি। ঠিক তখনই দেখা গেল অভিনেত্রীর পাজরে করা নাগার ট্যাটুর অস্তিত্ব নেই।
নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালে তার নামের ট্যাটু করিয়েছিলেন অভিনেত্রী। তার পাঁজরের ডান দিকে লেখা ছিল ‘চে’। এটি চৈতন্যের ডাকনাম। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে দেখা গেল, সামান্থার শরীরে সেই ট্যাটু আর নেই।
এরপর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন অনুরাগীরা। চৈতন্যের সঙ্গে মিলে যাওয়া তো দূরের কথা, তার কাছাকাছিও ঘেঁষতে চান না অভিনেত্রী। ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে কফি-আড্ডায় এসেও একই কথা বলেছিলেন সামান্থা।
উল্লেখ্য, ২০১৭ সালে রূপকথার বিয়েতে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা-নাগা চৈতন্য। হিন্দু রীতি অনুযায়ী, দুই তারকার বিয়ে তো হয়েছিলই। পরে খ্রিস্টান মতেও বিয়ে হয় তাদের। সামান্থা সামাজিকমাধ্যমে পদবী বদলে আক্কিনেনি করার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ঝড় ওঠে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের ঠিক চার বছর পর সামান্থা নেটিজেনদের আভাস দেন নাগার সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে। প্রথমে পদবী থেকে আক্কিনেনি সরিয়ে দেন তিনি। শেষ অবধি গত বছরের ২ অক্টোবর আলাদা হয়ে যায় এই জুটি।
শরীর থেকে সাবেক স্বামীর চিহ্ন মুছে ফেলছেন সামান্থা
৮১
previous post