বিনোদন ডেস্ক : করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন সারা আলি খান ও অনন্যা পান্ডে।
করণ সারা আলি খানকে জিজ্ঞেস করেছিলেন, কী এমন জিনিস যা তোমার নেই অথচ অনন্যার কাছে আছে? এক মুহূর্ত চিন্তা না করেই সারা উত্তর দেন ‘এ নাইট ম্যানেজার’। এই কথা শোনামাত্রই লজ্জায় লাল হয়ে যান অনন্যা পান্ডে।
কেননা তিনি যে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলিউডে এ খবর আগেই চাউর হয়েছে। এবার তা আরও উসকে দিলেন সারা!
যদিও অনন্যা পান্ডে-আদিত্য রায় কাপুর নিজেরা স্বীকার না করলেও মাঝেমধ্যেই চলছে মালদ্বীপ ট্রিপ। কিছুদিন আগে দুজনের ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়। এতে যদিও অস্বস্তিতে পড়েছিলেন দুজন। এ রকমই একটা সময় সারা পরোক্ষেভাবে বলে দিলেন, অনন্যা-আদিত্য সম্পর্কে রয়েছেন।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। ওই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর।
সেই প্রসঙ্গই এবার টেনে আনলেন সারা। জানিয়ে দিলেন অনন্যার জীবনের ‘নাইট ম্যানেজার’ মূলত কে?
এ ঘটনায় হকচকিয়ে যান অনন্যা। সারা যে সবার সামনে এসব বলে দিতে পারেন, তা একেবারেই বিশ্বাস করতে পারেননি তিনি।
অপরদিকে এই ভিডিও সামনে আসতেই অনন্যার ভক্তরা বেজায় চটেছেন সারার ওপর। তাদের বক্তব্য অনন্যা বা আদিত্য কেউই এই সম্পর্কের কথা এত তাড়তাড়ি বলতে চাননি। আপনি তো অনন্যার বন্ধু। কী করে বন্ধুর প্রেমের কথা এভাবে সবার সামনে বলে দিলেন?
তবে সারার ভক্তদের বক্তব্য, খোলাখুলি কিছুই বলেননি সারা।