মুক্তচিন্তা রিপোর্ট: গত শুক্রবার দাগী অপরাধী লেশওয়ান নেইলের গুলিতে নিহত দুই পুলিশ অফিসারের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন তার সতীর্থ ও শুভাকাংঙ্খীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস’র ডাইভারসিটি প্লাজায় প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে নিহত দুই পুলিশ অফিসার জেসন রিভেরা ও উইলবার্ট মোরা’র জন্য শোক ও সমবেদনা জানাতে একত্রিত হয় সতীর্থ পুলিশ অফিসাররা।
এ সময় জ্যাকসন হাইটস বিজসেন এসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন । তারা তীব্র ঠান্ডা ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাতে প্রজ্জলিত মোমবাতি নিয়ে শ্রদ্বা জানান।
এ সময় এনওয়াইপিডির ক্যাপ্টেন জামিল আলতাহেরি, কমিউনিটি এ্যাফেযার্স অফিসার ব্রায়ান গনজালেসসহ ৩৭ জন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।
জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের নেতাদের মধ্যে গিয়াস আহমেদ, হারুণ ভুইয়া, ফাহাদ সোলায়মান, তারেক হাসান, এ্যাটর্নী মঈন চৌধুরী, জাফর মাহমুদ, মোহাম্মেদ আলম নমি, ইমাম কাজী কাইয়ুমসহ অনান্য নেতারা।
এছাড়া জ্যামাইকা হিলসাইডে শোক সমাবেশে ছিলেন কমিউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার, সৈয়দ রাব্বী, কামরুল ইসলাম সানিসহ অন্যরা ।