মুক্তচিন্তা রিপোর্ট : মানবাধিকার নেত্রী বাংলাদেশী বংশোদ্ভ‚দ আমেরিকান মাজেদা এ উদ্দীন ডিস্ট্রিক্ট ২৪ এর ডিস্ট্রিক্ট লিডার পদে মনোনয়ন পেয়েছেন। এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ এর আগামী ২৮ জুন এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার বিপরীতে এই পদে আর কে প্রতিদ্বন্ধি করছেন সেটা এখনও জানা যায়নি। বিভিন্ন জাতি ও ইমিগ্র্যান্টদের সমন্বয়েই এই নির্বাচনী এলাকা গঠিত। প্রত্যেকটি এসেমবিø ডিস্ট্রিক্টটে ২ জন পুরুষ ও ২ জন মহিলা ডিস্ট্রিক্ট লিডার হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য মাজেদা ইমিগ্র্যান্ট ও মাইনোরিটি জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছেন। মানবাধিকার, ইমিগ্রেশন, নারী অধিকার,ভোটিং রাইটস,ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
মাজেদা উদ্দীন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়ে নির্বাচন হলেও বিজয়ের ব্যাপারে আশাবাদী। তিনি শ্রমিক অধিকারের জন্য নিরাপত্তা চুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ গার্মেন্টস শ্রকি সংহতি দবিস প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। এ ছাড়া ধর্মীয় অধিকারের জন্য বিশ্ব হিজাব দিবসসহ আরও অনেক কাজে নিজের সম্পৃক্ততার কথা জানান। এ বিষয়ে মাজেদা এ উদ্দীন তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সবার সহযোগিতা পেলে আরও এগিয়ে যেতে পারবো।
ডিস্ট্রিক্ট লিডার পদে মাজেদা এ উদ্দীন মনোনয়ন পেয়েছেন
৩৬০
previous post