মুক্তচিন্তা : মুসলিম উম্মাহ-মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস এর ফান্ড রেইজিং ডিনার গত ২১ ফেব্রæয়ারী সোমবার অনুষ্ঠিত হয় উডসাইডের কুইন্স প্যালসে। মুনা জ্যাকসন হাইটস ও এলমহাষ্ট চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মুনা জ্যাকসন হাইটস চ্যাপ্টারের সভাপতি মুমিনুল ইসলাম মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ, কি নোট স্পিকার ছিলেন ইসলামিক চিন্তাবিদ শায়খ আব্দুর রশিদ ওমর। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মুনা এলমহার্স্ট চ্যাপ্টারের সভাপতি কায়কোবাদ কবীর।
প্রায় চারশত লোকের উপস্থিতিতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইসমাইল, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইয়াসমিন, আব্দুল হাকিম মিয়া, আব্দুল হামিদ সোহেল, নবী হোসেন, আব্দুস সালাম, নজরুল ইসলাম। মুনা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক জোন শিক্ষা সম্পাদক মাওলানা ত্বোহা আমিন খান, স্যোসাল ডিপার্টমেন্ট পরিচালক এডভোকেট আবুল হাসেম, এস্টোরিয়া চ্যাপ্টার সভাপতি আবদুল্লাহ, সেক্রেটারী আব্দুস সবুরসহ আরো অনেকে।
সার্বিক সহযোগিতায় ছিলেন, নাসির উদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম মাছুম, আবু হক রুমি, আবু বকর সিদ্দিক, আব্দুর রহমান, প্রফেসর সোলায়মান, মো: লোকমান, ফরিদ আহমেদ, ইকবাল হায়দার, মো: আজগর আলী, আতাউর রহমান, ইঞ্জিনিয়ার ওয়ায়েজ প্রমুখ।¬
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে নিজস্ব ভবণের জন্য প্রায় ছয় হাজার বর্গফুটের একটি বিশাল বাড়ী দেড় মিলিয়ন ডলারে ক্রয়ের চুক্তি করা হয়।