Home নিউইয়র্ক বইমেলায় প্রবাসী সাংবাদিক কাশেমের বই

বইমেলায় প্রবাসী সাংবাদিক কাশেমের বই

Mukto Chinta
০ comment ৩১০ views

মুক্তচিন্তা রিপোর্ট : অমর একুশে গ্রন্থমেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আবুল কাশেম’র বই ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কাশেম এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। দুই যুগের অধিক সময় ধরে সাংবাদিক কাশেম যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ভাবনার জগতে নিজের জীবিকা আর ঘর সংসার, বন্ধুবান্ধবই ছিলো তার বিচরণ ক্ষেত্র।

কিন্তু ২০২০ সালের বিশ্ব মহামারি করোনায় তার সেই ভাবনার জগতে নতুন মাত্রার যোগ হয়। সময়-সুযোগের অভাবে বহু বই তার পড়বার বাকী ছিলো। বিশেষ করে গুনী মানুষের জীবনী পড়তে তার খুবই ভালো লাগতো। করোনাকালে যখন চারিদিকে লকডাউন সেই সময়টাকেই তিনি বেছে নেন মনীষীদের জীবন সম্পর্কে নিজের জানবার আগ্রহটাকে আরেকটু এগিয়ে নিতে। যেই চিন্তা, সেই কাজ। শুরু করেন একের পর এক বিশ্বের নামকরা সব মনীষীদের জীবনী পড়া। বিশেষ করে সমাজসেবক, কবি, লেখক, বুদ্ধিজীবি, গীতিকার, সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ, ইতিহাসবিদদের জীবনী পড়তে শুরু করেন। আর এই পড়া থেকেই চিন্তা আসে ৭১ জন গুনী ব্যক্তির জীবনী নিয়ে একটি সংকলন প্রকাশ করার। আবুল কাশেমের সেই চিন্তার ফসল ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী।’


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করা আবুল কাশেম বিভিন্ন মনীষীর জীবনী পড়তে পছন্দ করেন বলেই এই বইটি প্রকাশে তার আগ্রহ বেশি ছিলো। ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ বইয়ের সম্পাদক আবুল কাশেম জানিয়েছেন, বইটির বিক্রিত সমূদয় অর্থ জনসেবায় ব্যায় করা হবে। ৩৪১ পৃষ্ঠার পাঠযোগ্য এই বইটির অলংকরণ করেছেন শিল্পী তুষার মাহমুদ। লেখক নিজেই বইটির সম্পাদনা করেছেন। বেহুলা বাংলা এই বইয়ের প্রকাশক ও পরিবেশক। মূল্য মাত্র ১০ ইউএস ডলার।

 

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com