Home Featured জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি কমিউনিটির গর্ব

জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি কমিউনিটির গর্ব

২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান নিয়ে জিম জিনারোর ক্ষমা প্রার্থনা

Mukto Chinta
০ comment ৪০৫ views

মুক্তচিন্তা ডেস্ক : জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি কমিউনিটির মানুষের গর্ব । তাদের কর্মকান্ড কমিউনিটির অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। রোববার জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে নিউইয়র্কের প্রভাবশালী সামাজিক, সাংস্কৃতিক সংগঠন জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় কাউন্সিলম্যান জিম জিনারো ২১ ফেব্রæয়ারির ঘটনায় সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি একটি ভুল বুঝাবুঝি হয়েছিলো। বাংলাদেশী কমিউনিটির সাথে বহু আগে থেকেই আছেন বলেও অনুষ্ঠানে জানান। বিশেষ করে জ্যামাইকা মুসলিম সেন্টার গড়ে তুলতে তার নিঃস্বার্থ ভ‚মিকার কথা তুলে ধরে বলেন, ‘আমি কখনোই বাংলাদেশী কমিউনিটির মানুষকে নিজের মানুষ ছাড়া আর কিছুই ভাবতে পারি না। সংগঠনের সভাপতি ও কমিউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে ও সঞ্চালনায় তিন ঘন্টারও বেশি সময় ধরে কমিউনিটির প্রবীন ও নবীন নেতারা বক্তব্য রাখেন। তারা সবাই তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। যা ছিলো শ্রুতিমধুর।


‘আমাদের কৃতজ্ঞতা ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক এই সুধী সমাবেশে সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল স্বাগত বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের প্রানবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি কাউন্সিলম্যান জেম এফ জিনারো ছাড়াও তার স্ত্রী উইন্ডি জিনারো, প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, ফার্মাসিস্ট মোহাম্মদ আমিনুল্লাহ, কাজী আব্দুল হালিম, জায়েদুর রহমান, আনোয়ারুল কবীর, ডা. এম এম বিল্লাহ, নাসির আলী খান পল, ছদরুন নূর, হেলথ ফাস্ট-এর ডিষ্ট্রিক্ট ম্যানেজার সালেহ আহমেদ, কুইন্স বরো অফিসের চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদিক, ডিস্ট্রিক্ট ২৪ এর এসেম্বলিম্যান প্রার্থী মিজান চৌধুরী, ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী শাহ নেওয়াজ,সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী বেলাল আহমেদ চৌধুরী, টিবিএন টুয়েন্টি ফোর’র মেসবাহুজ জামান প্রমুখ বক্তব্য রাখেন।


এ ছাড়াও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ রশীদ, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন, অধ্যাপিকা হুসনে আরা বেগম, কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, রিয়েল এস্টেট ব্যবসায়ী শরাফ সরকার, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব, মূলধারার রাজনীতিক সাবুল উদ্দিন, কমিউনিটি এ্যাক্টিভিস্ট রাব্বি সাইদ, সঙ্গীত শিল্পি রানো নেওয়াজ, রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, আকাশ রহমান, সানি মোল্লা, রিজু মোহাম্মেদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ।


বক্তারা জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্সড সোসাইটির কর্মকান্ডের ভ‚য়সী প্রশংসা করে বলেন, এই সংগঠন যেভাবে কমিউনিটির অগ্রযাত্রায় কাজ করছে সেটা উল্লেখযোগ্য। প্রবাসের অন্য সংগঠনগুলো জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্সড সোসাইটির মতো এভাবে এগিয়ে আসলে সেটা সবার জন্যই মঙ্গলজনক হতো। তারা কুইন্সের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪ কে মূলধারার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে মনে করেন। তারা মনে করেন অদূর ভবিষ্যতে এই নির্বাচনী এলাকাটি মূলধারার রাজনীতির জন্য সবচেয়ে আকর্ষনীয় স্থান হয়ে উঠতে পারে।


অনুষ্ঠানে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান এবং বাঙালী সম্পাদক কৌশিক আহমদকে ফুল দিয়ে সম্মানীত করা হয়।
মাহবুবুল ফিরোজের সাউন্ড সিস্টেম ও তপন মোদকের তবলায় শিল্পী দম্পত্তি লেমন চৌধুরী , ফারহানা তুলি মূল অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন।

 

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com