Home Featured বাংলাদেশে মুক্তমত প্রকাশের সুযোগ নেই

বাংলাদেশে মুক্তমত প্রকাশের সুযোগ নেই

Mukto Chinta
০ comment ৩৯১ views

মুক্তচিন্তা রিপোর্ট : প্রবাসে বাংলাদেশের বাকস্বাধীনতা পূন:প্রতিষ্ঠায় সংগ্রামরত দেশান্তরী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী অভিযোগ করে বলেছেন, বাংলাদেশে বাক স্বাধীনতা এখন শুন্যের কোঠায়। কেউ কোনো কথা বলতে পারে না। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না নানামুখী চাপের কারণে। তিনি বাংলাদেশে বাকস্বাধীনতা পুন:প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন।


শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের গুলশান টেরেসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা গ্রহনের পর এসব কথা বলেন। এ সময় ক্লাবের সভাপতি টাইম টিভি’র সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আজকালের বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলামসহ কমিউনিটি ও মুল¯্রােতের বহু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ওয়াশিংটন প্রেসক্লাবের সদস্য মুশফিকুল ফজল বলেন, এক দশকেরও বেশি সময় আগে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিকে তাদের শয়নকক্ষে মির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলেও বর্তমান সরকার তাদের এখনও গ্রেফতার করতে পারেনি। সাংবাদিকদের দমিয়ে রাখার জন্যই এই সরকার সাংবাদিক হত্যা বা নির্যাতনের বিচার করে না বলে অভিযোগ করেন তিনি। সারাবিশ্বে মুক্ত সাংবাদিকতায় বাংলাদেশের স্থান একেবারে তলানীতে উল্লেখ করে করে তিনি বলেন, বাক স্বাধীনতা না থাকলে, মুক্তমত প্রকাশের সুযোগ বন্ধ হয়ে গেলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান।


নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মুশফিকুল ফজলকে দেয়া সম্মাননা তুলে দেন স্টেট সিনেটর জন ল্যু, প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও ক্লাবের সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান।
এ সময় সাপ্তাহিক আজকাল’র প্রধান সম্পাদ মনজুর আহমদ, সম্পাদক জাকারিয়া মাসুদ , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, ব্যবসায়ী আবু জাফর মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, সিনিয়র সাংবাদিক তাসের মাহমুদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com