Home 2nd Featured ট্রাম্পের ওপর ক্ষেপেছেন মেলানিয়া

ট্রাম্পের ওপর ক্ষেপেছেন মেলানিয়া

Mukto Chinta
০ comment ৬৬ views

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই সম্পর্ক গোপন রাখতে স্টর্মিকে ঘুষ প্রদান এবং তার জেরে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলায় স্বামীর ওপর বেজায় খেপেছেন মেলানিয়া ট্রাম্প।

তবে ক্ষুব্ধ হলেও সাবেক এই মার্কিন ফার্স্টলেডি আপাতত বিবাহবিচ্ছেদের কোনো পরিকল্পনা করছেন না। যুক্তরাজ্যের দৈনিক দ্য মিররকে এসব তথ্য জানিয়েছেন মেলানিয়ার সাবেক সহকারী স্টেফানি ওয়াকঅফ উইনস্টোন।

২০০৬ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। তখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হননি তিনি।

নেভাদা অঙ্গরাজ্যে একটি গল্ফ টুর্নামেন্টে আলাপ হয় তাদের। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন না ট্রাম্প। তবে ‘রিয়েল এস্টেট মোগল’ নিজের প্রভাব খাটিয়ে স্টর্মিকে টেলিভিশনের বড় তারকা বানিয়ে দেবেন বলেই জানিয়েছিলেন। তারপর বেশ কয়েকবার তাদের দেখা হয়। সেখান থেকেই পরিচয় বিবাহ বহির্ভূত সম্পর্কে গড়ায়।

ওই বছরের শেষ দিক থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান শুরু করেন ট্রাম্প। নির্বাচনের এক মাস আগে নিজেদের সম্পর্কের ব্যাপারে ‘মুখ বন্ধ রাখতে’ আইনজীবীর মাধ্যমে ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন ট্রাম্প।

‘নন ডিসক্লোজার এগ্রিমেন্ট’ বা তথ্য না প্রকাশ করার চুক্তির বিনিময়ে কাউকে অর্থ দেওয়া অবৈধ নয়। কিন্তু যেহেতু সেই অর্থ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে, সেহেতু ট্রাম্পের সমালোচকদের যুক্তি, ওই অর্থ নির্বাচন প্রচার বিধি লঙ্ঘন করতে পারত।

এই নিয়ে দায়ের হওয়া ফৌজদারি মামলার আসামি হিসেবে ট্রাম্পকে আদালতেও হাজিরা দিতে হয়েছে। যদিও শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প, তবে তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যাকে ফৌজদারি মামলার আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে হয়েছে।

তবে এই বিতর্কের শুরু থেকেই একদম নিশ্চুপ আছেন মেলানিয়া। ট্রাম্প সম্পর্কে তার বর্তমান মনোভাব সম্পর্কে স্টেফানি ওয়াকঅফ উইনস্টোন বলেন, ‘অবশ্যই তিনি ডোনাল্ড ট্রাম্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবগত। তিনি সবই জানেন। এই মুহূর্তে চুপ থাকা যে তার জন্য সম্মানজনক— এটাও তিনি জানেন।’

‘অর্থাৎ আমি বলতে চাইছি, তার (মেলানিয়া) এই নিশ্চুপ থাকার ব্যাপারটি ইচ্ছাকৃত। সংবাদমাধ্যম ও উৎসুক জনতার অযাচিত কৌতুহল থেকে নিজেকে বাঁচাতে এই বর্ম বেছে নিয়েছেন তিনি।’

এই কেলেঙ্কারির জেরে মেলানিয়া বিবাহবিচ্ছেদ চাইবেন কি না— জানতে চাইলে স্টেফানি বলেন, ‘ট্রাম্প-মেলানিয়ার বিয়েটা মূলত লেনদেনের। আগে থেকেই মেলানিয়ার ধারণা ছিল— ট্রাম্পকে বিয়ে করার পর তাকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে।’

‘তাই বরাবরের মতো এবারও হয়তো তিনি স্বামীর বিরুদ্ধে দাঁড়াবেন না। ট্রাম্পের এই ঘটনায় মেলানিয়া যে অপমান বোধ করেছেন— ব্যাপারটি এমনও নয়। তবে তিনি ক্ষুব্ধ, বেশ ক্ষুব্ধ।

You may also like

Leave a Comment

Muktochinta

Multochinta is a famous news media from New York. 

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

All Right Reserved. 2022 emuktochinta.com