বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করেছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (১৪ এপ্রিল) রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত উজবেক অতিথিদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার গোলাম নবি এবং উজবেকিস্তান স্টেট ওয়ার্ল্ড ল্যাংগুয়েজ ইউনিভার্সিটির প্রফেসর বেগুইম খলবেকোভা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করে বলেন, বাংলা নববর্ষ আমাদের একটি গৌরবময় ঐতিহ্য, যা আমাদের বাঙালি জাতি হিসেবে সারাবিশ্বে আলাদাভাবে পরিচিত করে তোলে।
তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালিয়ানা সত্ত্বায় উদ্দীপ্ত করে নতুনত্বের পথে অগ্রসর হতে সাহায্য করে।